Football Team Suspended

সব ম্যাচ হেরে প্রতিযোগিতা থেকে বিদায়, গোটা ফুটবল দলকেই নিলম্বিত করল দেশের সরকার! ছাঁটাই কোচ, অধিনায়ক

প্রতিযোগিতায় একটি ম্যাচও জিততে পারেনি এক দেশ। খারাপ খেলার শাস্তি পেতে হল তাদের। গোটা দলকেই নিলম্বিত করল সেই দেশের সরকার।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২৬ ২২:০৮
football

খারাপ খেলার শাস্তি পেল দল। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

আফ্রিকা কাপ অফ নেশনসে জঘন্য খেলেছে গ্যাবন। একটি ম্যাচও জিততে পারেনি তারা। পয়েন্ট তালিকায় সকলের নীচে থেকে প্রতিযোগিতা থেকে বিদায় নিতে হয়েছে। খারাপ খেলার শাস্তি পেতে হল গ্যাবনকে। গোটা ফুটবল দলকেই নিলম্বিত করেছে গ্যাবন সরকার। দলের কোচ থিয়েরি মৌউয়োমা, অধিনায়ক পিয়ের-এমেরিক অউবামেয়াং ও ডিফেন্ডার একুয়েলে মাঙ্গাকে জাতীয় দল থেকে ছেঁটে ফেলা হয়েছে।

Advertisement

গ্রুপের প্রথম দুই ম্যাচে ক্যামেরন ও মোজ়াম্বিকের কাছে হেরে আগেই শেষ ষোলোর লড়াই থেকে বেরিয়ে গিয়েছিল গ্যাবন। শেষ ম্যাচে আইভরি কোস্টের বিরুদ্ধে খেলতে নামে তারা। সেই ম্যাচে অউবামেয়াং ও মাঙ্গা খেলেননি। ফরাসি ক্লাব মার্সেইয়ের হয়ে খেলার জন্য দেশের শিবির ছাড়েন তিনি। আইভরি কোস্টের কাছে সম্মানরক্ষার লড়াইয়ে অধিনায়ক না খেলায় তাঁকে শাস্তি পেতে হয়েছে। একই শাস্তি পেয়েছেন সেই ম্যাচে না খেলা ডিফেন্ডারও।

গ্যাবনের ক্রীড়ামন্ত্রী সিম্পলিস-ডিজ়ায়ার মামবৌলা একটি সাংবাদিক বৈঠক করে জাতীয় ফুটবল দলকে নিলম্বিত করার কথা জানান। তিনি বলেন, “আফ্রিকা কাপ অফ নেশনসে দেশের জঘন্য পারফরম্যান্সের পর সরকার সিদ্ধান্ত নিয়েছে, কোচিং স্টাফ, অধিনায়ক অউবামেয়াং ও ডিফেন্ডার মাঙ্গাকে ছাঁটাই করা হচ্ছে। অনির্দিষ্টকালের জন্য দেশের ফুটবল দলকে নিলম্বিত করা হচ্ছে।”

আইভরি কোস্টের বিরুদ্ধে একটা সময় ২-০ গোলে এগিয়েছিল গ্যাবন। কিন্তু তার পর তিনটি গোল হজম করে হারে তারা। ফুটবলের শক্তিতে ক্যামেরন, আইভরি কোস্টের থেকে পিছিয়ে গ্যাবন। কিন্তু তাদের আশা ছিল, অন্তত একটি পয়েন্ট পেয়ে প্রতিযোগিতা থেকে বার হবে তারা। সেটা হয়নি। পাশাপাশি ফুটবলারদের দায়বদ্ধতা নিয়েও প্রশ্ন উঠেছে। সেই কারণেই কড়া সিদ্ধান্ত নিয়েছে গ্যাবন সরকার।

Advertisement
আরও পড়ুন