West Bengal SIR hearing

নথি না থাকলেও একতরফা ভাবে বাদ নয় যৌনকর্মী, আদিবাসী, আশ্রমিকদের নাম, নির্দেশ দিল নির্বাচন কমিশন

সমাজের একাংশ মানুষ রয়েছেন, যাঁরা অত্যন্ত দুর্বল ও প্রান্তিক। যেমন— যৌনকর্মী, বিশেষ আদিবাসী গোষ্ঠী, আশ্রমের বাসিন্দা।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২৬ ২৩:১৫
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

যৌনকর্মী, বিশেষ আদিবাসী গোষ্ঠী, আশ্রমের বাসিন্দা এবং এই রকম পরিস্থিতিতে থাকা অন্যান্য ‘দুর্বল ও প্রান্তিক’ মানুষদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যাবে না বলে নির্দেশ দিল নির্বাচন কমিশন।কমিশন জানিয়েছে, বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার মূল লক্ষ্য হল কোনও যোগ্য নাগরিক যেন ভোটাধিকার থেকে বঞ্চিত না হন এবং কোনও অযোগ্য ব্যক্তি যেন ভোটার তালিকায় না থাকেন। সমাজের একাংশ মানুষ রয়েছেন, যাঁরা অত্যন্ত দুর্বল ও প্রান্তিক। যেমন— যৌনকর্মী, বিশেষ আদিবাসী গোষ্ঠী, আশ্রমের বাসিন্দা। একই রকম পরিস্থিতিতে থাকা আরও অনেক মানুষের নামই ২০০২ সালের ভোটার তালিকা নেই। নেই প্রয়োজনীয় নথিও।

Advertisement

কমিশন সূত্রের খবর, এমন পরিস্থিতিতে শুধুমাত্র নথির অভাবে তাঁদের ভোটার তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। কিন্তু এই সব মানুষদের কাগজ না থাকলেও, সরাসরি ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যাবে না। কমিশন জানিয়েছে, যদি কোনও যোগ্য ব্যক্তি বৈধ বা বাস্তব কারণে প্রয়োজনীয় নথি দেখাতে না পারেন, তবে তাঁর নাম সঙ্গে সঙ্গে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যাবে না।

Advertisement
আরও পড়ুন