Gold Smuggler Arrested

নদিয়া সীমান্তে সোনা পাচার করতে গিয়ে বিএসএফ জওয়ানের হাতে গ্রেফতার এক

বেগতিক বুঝে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি। তাকে ধরে তল্লাশি চালাতেই উদ্ধার হয় সোনার বিস্কুটগুলি।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২৬ ০১:০৯
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

ইংরেজি নববর্ষের প্রাক্কালেই নদিয়া সীমান্তে সোনা পাচারের বড়সড় ছক বানচাল করল বিএসএফ। ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী গেদে এলাকা থেকে প্রায় এক কোটি টাকা মূল্যের সোনার বিস্কুটসহ এক পাচারকারীকে গ্রেপ্তার করেছেন ৩২ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা। ধৃতের কাছ থেকে মোট ৭০০ গ্রাম ওজনের ছয়টি সোনার বিস্কুট উদ্ধার করা হয়েছে।

Advertisement

বিএসএফ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে ৩১ ডিসেম্বর সকাল সওয়া ৯টা নাগাদ সীমান্ত লাগোয়া উত্তরপাড়া গেদে গ্রামে অভিযান চালান তাঁরা। সেখানে এক সন্দেহভাজনকে ঘোরাঘুরি করতে দেখেন জওয়ানরা। বেগতিক বুঝে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি। তাকে ধরে তল্লাশি চালাতেই উদ্ধার হয় সোনার বিস্কুটগুলি।

জিজ্ঞাসাবাদ করার পর ধৃত ব্যক্তি পাচারের কথা স্বীকার করে নেন। তিনি জানান, এক বাংলাদেশি পাচারকারী সীমান্ত পেরিয়ে তাঁকে এই সোনাগুলি দিয়েছিলেন। এ দেশে অন্য এক পাচারকারীর হাতে সেগুলি পৌঁছে দেওয়ার কথা ছিল তাঁর। বিএসএফের দক্ষিণবঙ্গ সীমান্তের পক্ষ থেকে জানানো হয়েছে, ধৃত ব্যক্তি এবং উদ্ধার হওয়া সোনা পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে।

Advertisement
আরও পড়ুন