West Bengal SIR Hearing

তৃণমূল বিধায়ককে এ বার এসআইআর শুনানিতে তলব করল কমিশন! নোটিস পেয়ে কী বললেন নন্দিতা চৌধুরী?

দলীয় সূত্রের খবর, সমস্ত তথ্য নিয়ে হাওড়া ময়দানের শুনানি কেন্দ্রে উপস্থিত হতে নন্দিতাকে নির্দেশ দিয়েছে কমিশন।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২৬ ২২:৩৭
দক্ষিণ হাওড়ার বিধায়ক নন্দিতা চৌধুরী।

দক্ষিণ হাওড়ার বিধায়ক নন্দিতা চৌধুরী। ফাইল চিত্র।

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)-র শুনানিতে এ বার নির্বাচন কমিশন তলব করল দক্ষিণ হাওড়ার বিধায়ক নন্দিতা চৌধুরীকে। আগামী ৪ জানুয়ারি, রবিবার শুনানি কেন্দ্রে তলব করা হয়েছে তাঁকে।

Advertisement

দলীয় সূত্রের খবর, সমস্ত তথ্য নিয়ে হাওড়া ময়দানের শুনানি কেন্দ্রে উপস্থিত হতে নন্দিতাকে নির্দেশ দিয়েছে কমিশন। বিএলও মারফত এই সংক্রান্ত নোটিস তাঁকে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। নন্দিতা এই বিষয়ে জানান, তাঁর হাওড়ার বাড়িতে বিএলও গিয়ে শুনানির ওই নোটিস দিয়ে এসেছেন। তিনি বলেন, ‘‘কী কারণ তা আমিও বুঝতে পারছি না।’’

প্রসঙ্গত হাওড়ার বেশ কয়েকবারের বিধায়ক এবং সাংসদ প্রয়াত অম্বিকা বন্দ্যোপাধ্যায়ের কন্যা নন্দিতা। তিনি দক্ষিণ হাওড়ার বর্তমান বিধায়ক এবং পাশাপাশি হাওড়া জেলা(সদর) মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী। এসআইআর শুনানির নোটিস পেয়ে কার্যত হতবাক তিনি। শুক্রবার নন্দিতা বলেন, ‘‘মানুষকে হয়রান করতে বৈধ ভোটারদের এই ভাবে শুনানিতে ডাকা হচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ করছি। কী কারণে আমাকে শুনানিতে ডাকা হল কিছুই বুঝতে পারছি না।’’ প্রসঙ্গত, চলতি সপ্তাহেই কবি জয় গোস্বামীকে এসআইআর শুনানিতে তলব করা হয়েছে। শুক্রবার তাঁকে শুনানিকেন্দ্রে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে কমিশন।

Advertisement
আরও পড়ুন