T20 World Cup 2021

T20 World Cup 2021: টি-টোয়েন্টিতে ধোনির নজির স্পর্শ করলেন পাকিস্তানের উইকেটকিপার

শুক্রবার আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে শাদাব খানের বলে নাজিবুল্লাহ জাদরানের ক্যাচ নিয়েছিলেন রিজওয়ান। সেই সঙ্গেই ধোনির রেকর্ড ছুঁয়ে ফেলেন।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২১ ১৪:১৫
ধোনিকে ছুঁলেন রিজওয়ান

ধোনিকে ছুঁলেন রিজওয়ান

টি-টোয়েন্টি ক্রিকেটে মহেন্দ্র সিংহ ধোনির রেকর্ডকে ছুঁয়ে ফেললেন পাকিস্তানের উইকেটকিপার মহম্মদ রিজওয়ান। উইকেটের পিছনে এক বছরে সব থেকে বেশি নজির তৈরি করলেন তিনি। চলতি বছরে মোট ৩৯টি শিকার রয়েছে তাঁর। বিশ্বকাপে এখনও দু’টি ম্যাচ বাকি থাকায় ধোনির রেকর্ড ভেঙে ফেলার সুযোগ রয়েছে তাঁর সামনে।

শুক্রবার আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে শাদাব খানের বলে নাজিবুল্লাহ জাদরানের ক্যাচ নিয়েছিলেন রিজওয়ান। সেই সঙ্গেই ধোনির রেকর্ড ছুঁয়ে ফেলেন। ২০১৬ সালে টি-টোয়েন্টি ফরম্যাটে ৩৯টি শিকার ছিল ধোনির। সেটিই কোনও উইকেটকিপারের সর্বোচ্চ।

Advertisement

ভারতের বিরুদ্ধে অপরাজিত ৭৯ করে দলকে জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন রিজওয়ান। কিন্তু পরের দু’টি ম্যাচে ওপেনার হিসেবে খুব একটা সাফল্য পাননি তিনি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩৩ রানে ফিরে যান তিনি। আফগানিস্তানের বিরুদ্ধে মাত্র ৮ রান করেই ফিরে যান তিনি। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে পরপর তিনটি ম্যাচ জিতে সেমিফাইনালের দিকে এক ধাপ এগিয়েই রয়েছে পাকিস্তান।

Advertisement
আরও পড়ুন