হার্দিক পাণ্ড্যের কায়দায় উল্লাস পাকিস্তানের মহম্মদ শাহজ়াদের। ছবি: এক্স।
বিশ্বকাপ বা এশিয়া কাপ জিততে না পারলেও হংকং সুপার সিক্সেস প্রতিযোগিতায় পাকিস্তানের দাপট অব্যাহত। আরও এক বার এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল তারা। ফাইনালে কুয়েতকে ৪৩ রানে হারাল তারা। রেকর্ড ছ’বার এই প্রতিযোগিতা জিতল পাকিস্তান। তবে জেতার পর যে ভাবে তারা উল্লাস করেছে তাতে দেখে মনে হচ্ছে বিশ্বকাপ জিতেছে। এই উল্লাসের কারণে খোঁচাও খেতে হয়েছে পাক ক্রিকেটারদের।
ফাইনালে কুয়েতের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ৩ উইকেট হারিয়ে ১৩৫ রান করে পাকিস্তান। আব্দুল সামাদ ১৩ বলে ৪২ রান করেন। অধিনায়ক আব্বাস আফ্রিদি করেন ১১ বলে ৫২ রান। জবাবে কুয়েত শুরুটা ভাল করেছিল। প্রথম ওভারেই পাঁচটি ছক্কা মারেন আদনান ইদ্রিস। ৮ বলে ৩০ রান করেন তিনি। মীত ভাবসার ১২ বলে ৩৩ রান করেন। কিন্তু বাকিরা রান পাননি। ৫.১ ওভারে ৯২ রানে অল আউট হয়ে যায় কুয়েত। হারলেও প্রথম বার এই প্রতিযোগিতা খেলতে নেমে নজর কেড়েছে কুয়েত।
হংকং সিক্সেস প্রতিযোগিতায় দু’দল ৬ ওভার করে খেলে। প্রতিটি দলে ছ’জন করেই ক্রিকেটার থাকেন। মূলত অবসর নেওয়া ক্রিকেটারদের এই প্রতিযোগিতায় দেখা যায়। কিন্তু পাকিস্তান সেখানে অনেক অল্প বয়সি ক্রিকেটার খেলিয়েছে। অধিনায়ক আফ্রিদি পাকিস্তানের জাতীয় দলে খেলেন। বাকিদের বয়সও খুব একটা বেশি নয়। ফলে পাকিস্তান বাকিদের থেকে সাফল্যও বেশি পেয়েছে। ছ’বার চ্যাম্পিয়ন হয়েছে তারা।
হংকং সিক্সেস জিতে উল্লাসে মাততে দেখা গিয়েছে পাক ক্রিকেটারদের। ভারতের হয়ে টি২০ বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর পিচের মধ্যে ট্রফি রেখে হার্দিক পাণ্ড্য যে কায়দায় উল্লাস করেছিলেন, সেটাই করতে দেখা যায় মহম্মদ শাহজ়াদকে। তাঁদের উল্লাস দেখে মনে হচ্ছিল কোনও আইসিসি ট্রফি জিতেছেন।
পাকিস্তানের ক্রিকেটারদের এই সাফল্যের ছবি সমাজমাধ্যমে ভাইরাল। তাঁদের নিয়ে মজা চলছে। কেউ বলছেন, ভারত আইসিসি ট্রফি জিতছে, আর পাকিস্তান হংকং সিক্সেস জিতে সন্তুষ্ট থাকছে। আবার কারও মতে, এটিই পাকিস্তানের কাছে বিশ্বকাপ জেতার সমান। কেউ বলছেন, দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছেন পাক ক্রিকেটারেরা। আবার কেউ কেউ পাকিস্তানের পাশেও দাঁড়িয়েছেন। তাঁদের মতে যে কোনও ট্রফি জয়ই আনন্দের বিষয়। চ্যাম্পিয়ন হলেও ভারতের কাছে হেরেছে পাকিস্তান। সেই নিয়েও খোঁচা খেতে হচ্ছে পাকিস্তানকে। সকলে বলছেন, ভারত-পাকিস্তান মুখোমুখি হলে একটিই ফল হবে। ভারত জিতবে। সেটা বিশ্বকাপ বা চ্যাম্পিয়ন্স ট্রফি হোক, বা এশিয়া কাপ, কিংবা হংকং সিক্সেস। ছবিটা একই থাকবে।