Yuzvendra Chahal in IPL 2025

ধোনির কাছ থেকে ব্যাট উপহার পেয়েও সতীর্থের খোঁচা খেলেন চহল, শুনলেন ‘বাচ্চা ছেলের’ মশকরাও

মহেন্দ্র সিংহ ধোনির কাছ থেকে একটি ব্যাট উপহার হিসাবে পেয়েছেন যুজবেন্দ্র চহল। তার পরেও সতীর্থদের খোঁচা খেতে হল পঞ্জাব কিংসের স্পিনারকে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ১৯:৪১
cricket

মহেন্দ্র সিংহ ধোনি (বাঁ দিকে) এবং যুজবেন্দ্র চহল। ছবি: সমাজমাধ্যম।

যুজবেন্দ্র চহলের মুখের হাসি বেশি ক্ষণ স্থায়ী হল না। মহেন্দ্র সিংহ ধোনির কাছ থেকে একটি ব্যাট উপহার পেয়েছেন তিনি। ভেবেছিলেন, তা সতীর্থদের দেখাবেন। কিন্তু সেটা করতে গিয়ে যে খোঁচা খেতে হবে, তা ভাবতে পারেননি পঞ্জাব কিংসের স্পিনার। এমনকি একটি বাচ্চা ছেলের মশকরাও শুনলেন চহল।

Advertisement

বুধবার চেন্নাইয়ের মাঠে ধোনিদের বিরুদ্ধে খেলা পঞ্জাবের। তার আগে অনুশীলনের সময় ধোনির কাছ থেকে তাঁর একটি ব্যাট উপহার হিসাবে পেয়েছেন চহল। সেই ব্যাট নিয়ে পঞ্জাবের সাজঘরে যান। সেখানে বসেছিলেন গ্লেন ম্যাক্সওয়েল ও প্রিয়াংশ আর্য। ম্যাক্সওয়েল চহলকে জিজ্ঞাসা করেন, ব্যাটটি কার? জবাবে চহল বলেন, “ধোনির ব্যাট।” তা শুনে ম্যাক্সওয়েল বলেন, “তুমি এই ব্যাট নিয়ে কী করবে?” চহল তখন হাওয়ায় কয়েকটি শট মেরে জানান যে তিনি এই ব্যাট নিয়ে খেলবেন। তা শুনে ম্যাক্সওয়েল হেসে বলেন, “কিন্তু সব ম্যাচেই তো তোমাকে তুলে নেওয়া হয়।” ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম ব্যবহার করে চহলকে শুধু বল করার সময় মাঠে নামায় পঞ্জাব। তিনি ব্যাট করার সময় প্রথম একাদশে থাকেন না। সেটাই বোঝাতে চেয়েছেন ম্যাক্সওয়েল। তাঁর যুক্তি, যখন চহল ব্যাট করতেই নামেন না, তখন ধোনির ব্যাট নিয়ে কী করবেন তিনি?

ম্যাক্সওয়েলের খোঁচা শুনে চুপ করে যান চহল। তিনি দ্রুত ধোনির ব্যাটটি তাঁর কিটব্যাগে ঢুকিয়ে ফেলেন। ভাবখানা এমন, অন্য কেউ যেন সেই ব্যাট নিতে না পারেন। তাতেও পার পাননি চহল। প্রিয়াংশ হঠাৎ তাঁর সামনে গিয়ে বলেন, “আমি নিশ্চিত, হরিয়ানার কোনও বাচ্চা ছেলে এই ব্যাটটা নিয়ে নেবে।”

চহল নিজে হরিয়ানার ছেলে। ২৪ বছরের প্রিয়াংশও হরিয়ানার। এ বারই প্রথম আইপিএলে খেলছেন তিনি। পঞ্জাবের হয়ে নজর কেড়েছেন। চেন্নাইয়ের বিরুদ্ধে শতরান করেছেন। এখন থেকেই তাঁকে আগামী দিনে ভারতীয় দলে দেখছেন অনেকে। কিন্তু আইপিএলে তিনি এখনও বাচ্চা। সেই কারণেই হয়তো নিজেকে সেই বাচ্চা ছেলে হিসাবে উল্লেখ করেছেন প্রিয়াংশ। তবে কি তিনিই ভবিষ্যতে ধোনির এই ব্যাটটি নেবেন বলে জানিয়েছেন? ইঙ্গিত তেমনই।

ধোনি যখন ভারতীয় দলের অধিনায়ক, তখনই অভিষেক হয়েছিল চহলের। ধোনির খুব প্রিয় ক্রিকেটার তিনি। চহল নিজেও ধোনিকে খুব শ্রদ্ধা করেন। শুরুর দিকে ধোনিকে তিনি ‘স্যর’ বলে ডাকতেন। কিন্তু ধোনিই তাঁকে বলেন, ‘মাহিভাই’ বলে ডাকতে। সেই মাহিভাইয়ের কাছ থেকে উপহার পেয়েও খোঁচার মুখে পড়তে হল চহলকে।

Advertisement
আরও পড়ুন