IPL 2025

দিল্লি-মুম্বই ম্যাচে গ্যালারিতে মারামারি দর্শকদের মধ্যে, হাতাহাতিতে জড়ালেন মহিলারাও

দিল্লি ক্যাপিটালস এবং মুম্বই ইন্ডিয়ান্সের খেলা চলার মাঝে গ্যালারির একটি অংশে হঠাৎ উত্তেজনা তৈরি হয়। এক মহিলা মারতে শুরু করেন এক পুরুষকে। পরে আরও কয়েক জন জড়িয়ে পড়েন হাতাহাতিতে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৫ ২১:৩৩
Picture of IPL

(বাঁ দিকে) হার্দিক পাণ্ড্য এবং অক্ষর পটেল (ডান দিকে)। ছবি: বিসিসিআই।

মাঠে যখন অক্ষর পটেল এবং হার্দিক পাণ্ড্যরা লড়াই করছিলেন, সে সময় অরুণ জেটলি স্টেডিয়ামের গ্যালারি উত্তপ্ত হয়ে ওঠে। মারামারিতে জড়িয়ে পড়েন দু’দল সমর্থক। সেই ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমেও।

Advertisement

দিল্লি ক্যাপিটালস এবং মুম্বই ইন্ডিয়ান্সের খেলা চলার মাঝে গ্যালারির একটি অংশে হঠাৎই উত্তেজনা তৈরি হয়। দেখা যায় এক মহিলা বেদম মারছেন এক পুরুষকে। আশপাশে থাকা দর্শকেরা তখন মাঠের খেলা ভুলে সে দিকে তাকিয়ে। কিছু ক্ষণের মধ্যে আরও কয়েক জন জড়িয়ে পড়েন হাতাহাতিতে। কয়েক জনকে দেখা যায় পরিস্থিতি সামলানোর চেষ্টা করছেন। গ্যালারি উত্তাল সেই অংশে কারোর চোখই তখন মাঠের খেলার দিকে ছিল না। পরিস্থিতি অবশ্য নিয়ন্ত্রণের বাইরে যায়নি। দ্রুত ছুটে আসেন স্টেডিয়ামের নিরাপত্তা রক্ষীরা। তাঁদের হস্তক্ষেপে মারামারি থামে। ঠিক কী কারণে অরুণ জেটলি স্টেডিয়ামের গ্যালারিতে মারামারি শুরু হয়, তা জানা যায়নি।

Picture of IPL

গ্যালারিতে উত্তেজনার সেই মুহূর্ত। ছবি: এক্স।

এ বারের আইপিএলে আগেও এমন ঘটনা দেখা গিয়েছে। অসমের বর্ষাপাড়া স্টেডিয়ামের গ্যালারিতেও একটি ম্যাচে দু’দল সমর্থক মারামারিতে জড়িয়ে পড়েছিলেন। পুলিশের হস্তক্ষেপে সেই মারামারি সামাল দেওয়া গিয়েছিল।

Advertisement
আরও পড়ুন