Smriti Mandhana and Pratika Rawal

৫ বিশ্বরেকর্ড, ৯ নজির! স্মৃতি-প্রতিকার ব্যাটে ছারখার রোহিত, শুভমনের কীর্তিও!

নিউ জ়িল্যান্ডের বোলারদের দাঁড়াতে দেননি স্মৃতি মন্ধানা এবং প্রতিকা রাওয়াল। বিশ্বকাপে ভারতের দুই ব্যাটারের শতরানে তৈরি হল একাধিক নজির, বিশ্বরেকর্ড, কীর্তি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২৫ ২০:৩৬
picture of cricket

বৃহস্পতিবারের ম্যাচে স্মৃতি মন্ধানা এবং প্রতিকা রাওয়াল। ছবি: পিটিআই।

স্মৃতি মন্ধানার ৯৫ বলে ১০৯, প্রতিকা রাওয়ালের ১৩৪ বলে ১২২। ওপেনিং জুটিতে ২১২ রান। বৃহস্পতিবার নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচে দু’জনে তৈরি করলেন মোট ৯টি নজির। এর মধ্যে রয়েছে পাঁচটি বিশ্বরেকর্ড। দেখে নেওয়া যাক কী কী কীর্তি গড়লেন স্মৃতি-প্রতিকা।

Advertisement

৫,১৮৬- মহিলাদের এক দিনের ক্রিকেটে ওপেনার হিসাবে ৫,১৮৬ রান স্মৃতির। বিশ্বরেকর্ড। টপকে গেলেন নিউ জ়িল্যান্ডের সুজি বেটসের ৫,০৮৮ রানের রেকর্ড।

১,৫৫৭- এক ক্যালেন্ডার বছরে স্মৃতি-প্রতিকার জুটিতে ১,৫৫৭ রান। টপকে গেলেন রোহিত শর্মা-শুভমন গিল জুটিকে। ২০২৩ সালে ১,৫২৩ রান করেছিলেন তাঁরা। শীর্ষে ১৯৯৮ সালে সচিন তেন্ডুলকর-সৌরভ গঙ্গোপাধ্যায়ের ১,৬৩৫ রান।

১,০০০- মহিলাদের এক দিনের ম্যাচে দ্রুততম হিসাবে ১,০০০ রান। ২৩ ইনিংসে এই মাইলফলকে পৌঁছলেন প্রতিকা। ছুঁলেন অস্ট্রেলিয়ার লিন্ডসে রিলারের বিশ্বরেকর্ড।

২১২- স্মৃতি-প্রতিকার ওপেনিং জুটিতে ২১২ রান। মহিলাদের বিশ্বকাপে ওপেনিং জুটিতে ভারতীয় রেকর্ড। ভাঙলেন থিরুশ কামিনী-পুনম রাউতের ১৭৫ রানের রেকর্ড।

৩১- এই বছর এক দিনের ক্রিকেটে ৩১টি ছক্কা স্মৃতির। ক্যালেন্ডার বছরে বিশ্বরেকর্ড। টপকে গেলেন ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকার লিজেল লি-র ২৮ ছক্কার বিশ্বরেকর্ড।

১৭- আন্তর্জাতিক ক্রিকেটে ১৭টি শতরান স্মৃতির। মেগ ল্যানিংয়ের বিশ্বরেকর্ড স্পর্শ।

১৪- এক দিনের ম্যাচে ১৪টি শতরান স্মৃতির। টপকে গেলেন সুজি বেটসকে। মেগ ল্যানিংয়ের ১৫টি শতরানের বিশ্বরেকর্ড থেকে এক ধাপ দূরে।

- এক ক্যালেন্ডার বছরে সর্বাধিক শতরানের বিশ্বরেকর্ড স্মৃতির। এই বছর পাঁচটি শতরান করে ছুঁলেন দক্ষিণ আফ্রিকার তাজমিন ব্রিটসের বিশ্বরেকর্ড।

- মহিলাদের এক দিনের বিশ্বকাপে তৃতীয় শতরান স্মৃতির। ছুঁলেন হরমনপ্রীত কৌরের ভারতীয় রেকর্ড।

Advertisement
আরও পড়ুন