Vaibhav Suryavanshi

নতুন তারাকে স্বাগত জানাতে উন্মাদনা গ্রামে

৩৫ বলে শতরান করা বৈভব গ্রামে ফিরতেই হর্ষধ্বনি, ফুল, কেক কাটার মধ্যে দিয়ে তাঁকে স্বাগত জানান পরিবার ও প্রতিবেশীরা। কেক এর উপরে লেখা ছিল, ‘‘বাড়িতে স্বাগত।’’

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৩ মে ২০২৫ ০৬:৫৭
আকর্ষণ: অভিষেক মরসুমেই নজর কেড়েছেন বৈভব।

আকর্ষণ: অভিষেক মরসুমেই নজর কেড়েছেন বৈভব। —ফাইল চিত্র।

তাঁর দল রাজস্থান রয়্যালসের এ বারের আইপিএল অভিযান শেষ হয়ে গিয়েছে ইতিমধ্যে। তার পরেও বৈভব সূর্যবংশীকে উন্মাদনার কোনও শেষ নেই। তাঁর গ্রাম বিহারের সমস্তিপুর জেলার তাজপুরে ফিরে সমর্থকদের অভ্যর্থনায় ভাসলেন শতরানে নজির গড়া ১৪ বছরের বৈভব। ৩৫ বলে শতরান করা বৈভব গ্রামে ফিরতেই হর্ষধ্বনি, ফুল, কেক কাটার মধ্যে দিয়ে তাঁকে স্বাগত জানান পরিবার ও প্রতিবেশীরা। কেক এর উপরে লেখা ছিল, ‘‘বাড়িতে স্বাগত।’’

গুজরাত টাইটানসের বিরুদ্ধে তাঁর আইপিএলের দ্রুততম শতরান শুধু রেকর্ডই ভাঙেনি, তাঁর জীবনও পাল্টে দিয়েছে। টি-টোয়েন্টি ক্রিকেটে তিনি কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে শতরান করার নজির গড়ে ফেলেন। অভিষেক মরসুমে তিনি সাত ম্যাচে করেছেন ২৫২ রান। স্ট্রাইক রেট ২০৬.৫৫। এর আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যুব দলের টেস্ট ম্যাচে তিনি ৫৮ বলে শতরান করে প্রশংসা পেয়েছিলেন।

আরও পড়ুন