UAE

দলের ১০ জন ব্যাটারকে কেন ‘আউট’ করিয়েছিলেন? মুখ খুললেন আমিরশাহি দলের কোচ

কাতারের বিরুদ্ধে ১৯২ রান করার পর আর ব্যাট করতে চায়নি সংযুক্ত আরব আমিরশাহি। তাই আম্পায়ার এবং ম্যাচ রেফারির সঙ্গে কথা সিদ্ধান্ত নিয়েছিলেন আমিরশাহির মহিলা দলের কোচ আহমেদ রাজ়া।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ মে ২০২৫ ১৬:৩৮
Picture of UAE women team

সংযুক্ত আরব আমিরশাহির মহিলা ক্রিকেট দল। ছবি: এক্স (টুইটার)।

মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে গত শনিবার নতুন নজির তৈরি করেছিল সংযুক্ত আরব আমিরশাহি। কাতারের বিরুদ্ধে সেই ম্যাচে দলের ১০ জন ব্যাটার নিজেদের ‘রিটায়ার্ড আউট’ ঘোষণা করেছিলেন। ১৬ ওভারে ১৯২ রান তুলে এক রকম ডিক্লেয়ার করে দিয়েছিল আমিরশাহি। তাদের এমন সিদ্ধান্ত নিয়ে জল্পনা তৈরি হয়েছিল ক্রিকেট মহলে। অবশেষে তা নিয়ে মুখ খুললেন আমিরশাহির মহিলা দলের কোচ আহমেদ রাজ়া।

Advertisement

সেই সিদ্ধান্ত নিয়ে রাজ়া বলেছেন, ‘‘আমি আম্পায়ারদের জিজ্ঞেস করেছিলাম ডিক্লেয়ার করতে পারি কিনা। তাঁরা জানিয়েছিলেন, সাদা বলের ক্রিকেটে ডিক্লেয়ার করার নিয়ম নেই। তার পর ম্যাচ রেফারির কাছে জানতে চাই, গোটা দলকে রিটায়ার্ড আউট করাতে পারব কিনা।’’ ম্যাচ রেফারির সম্মতি পাওয়ার পর বিকল্প উপায়ে ডিক্লেয়ার করার সিদ্ধান্ত নিয়েছিলেন আমিরশাহি কোচ।

কেন ওই সিদ্ধান্ত নিয়েছিলেন? রাজ়া বলেছেন, ‘‘কাউকে অসম্মান করতে চাইনি। আমাদের প্রতিপক্ষ দলকে তো নয়ই। তেমন কিছু ভেবে সিদ্ধান্তটা নিইনি। ক্রিকেটের নিয়ম মেনেই সিদ্ধান্ত নিয়েছিলাম। ম্যাচ রেফারির সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নিয়েছিলাম।’’ রাজ়া বুঝিয়ে দিয়েছেন, সম্পূর্ণ ক্রিকেটীয় এবং কৌশলগত সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

সেই ম্যাচে ১৬৩ রানে জেতে আমিরশাহি। ১৯২ রানের জবাবে ব্যাট করতে নেমে কাতার করে ২৯ রান। ১১.১ ওভারে অল আউট হয়ে যায় তারা। ম্যাচে দু’দলের ১৫ জন ব্যাটার আউট হন শূন্য রানে।

Advertisement
আরও পড়ুন