ICC T20 World Cup 2026

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপের খেলা দেখা নিয়ে অনিশ্চয়তা, ২৭ হাজার কোটি টাকার চুক্তি ভেঙে দিতে চায় জিয়োস্টার

পরের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ কোথায় দেখা যাবে তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হল। আইসিসি-র সঙ্গে চার বছরের চুক্তি ভেঙে বেরিয়ে আসতে চায় জিয়োস্টার। সমস্যায় পড়েছে আইসিসি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৫ ১৪:৫১
cricket

টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি। — ফাইল চিত্র।

পরের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ কোথায় দেখা যাবে তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হল। আইসিসি-র সঙ্গে চার বছরের চুক্তি ভেঙে বেরিয়ে আসতে চায় জিয়োস্টার। ফলে টিভিতে বা মোবাইলে কোথায় বিশ্বকাপ দেখা যাবে তা এখনই বোঝা যাচ্ছে না। সমস্যায় পড়েছে আইসিসি। শেষ মুহূর্তে সম্প্রচারকারী খোঁজার চেষ্টা করছে তারা।

Advertisement

‘ইকনমিক টাইমস’-এর একটি প্রতিবেদন অনুযায়ী, মুকেশ অম্বানীর সংস্থা রিলায়্যান্সের নিয়ন্ত্রণাধীন জিয়োস্টার আর আইসিসি-র সঙ্গে চুক্তি রাখতে চাইছে না। আর্থিক ক্ষতির কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে তারা। ২০২৪-এ জিয়োস্টারের সঙ্গে ২৭ হাজার টাকার চুক্তি হয়েছিল আইসিসি-র। ২০২৪-২৭, এই চার বছরে চারটি আইসিসি প্রতিযোগিতা আয়োজিত হওয়ার কথা। তবে দ্বিতীয় বছরেই চুক্তি ভেঙে বেরিয়ে আসতে চাইছে জিয়োস্টার।

ইঙ্গিত পাওয়া মাত্রই নতুন সম্প্রচারকারী সংস্থা খোঁজার কাজে নেমে পড়েছে আইসিসি। যোগাযোগ করা হয়েছে সোনি পিকচার্স, নেটফ্লিক্স এবং অ্যামাজ়ন প্রাইমের সঙ্গে। কেউই আগ্রহ দেখায়নি। গত চার বছরের জন্য ২৭ হাজার কোটিতে চুক্তি হলেও, ২০২৬-২০২৯, এই চার বছরের জন্য টাকার অঙ্ক কমিয়েছে আইসিসি। তারা ২১,৬৩৮ কোটি টাকা চাইছে।

নেটফ্লিক্স এদের মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে। তবে সম্প্রতি ওয়ার্নার ব্রাদার্স অধিগ্রহণ করার পর আর অর্থ খরচ করতে তারা রাজি হবে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। পাশাপাশি অন্যান্য খেলাধুলোর দিকেও হাত বাড়াচ্ছে তারা। ক্রিকেট নিয়ে এখনই তাদের কোনও আগ্রহ নেই বলে শোনা গিয়েছে।

Advertisement
আরও পড়ুন