নিউ জ়িল্যান্ডের উইকেট পড়ার পর উল্লাস ভারতীয় ক্রিকেটারদের। ছবি: পিটিআই।
নিউ জ়িল্যান্ডকে ৪৪ রানে হারালেন রোহিত শর্মারা।
মিচেল স্যান্টনার ও ম্যাট হেনরিকেও আউট করলেন বরুণ। পাঁচ উইকেট নিলেন তিনি। নবম উইকেট পড়ল নিউ জ়িল্যান্ডের।
একাই লড়াই করছিলেন উইলিয়ামসন। ৮১ রান করে অক্ষর পটেলের বলে আউট হলেন তিনি। দলের শেষ ভরসাও সাজঘরে ফিরল।
জিততে এখনও ৬০ বলে ৮৫ রান দরকার নিউ জ়িল্যান্ডের।
মাইকেল ব্রেসওয়েলকেও ফেরালেন বরুণ। ২ রানে আউট হলেন তিনি। ১৫৯ রানে ষষ্ঠ উইকেট পড়ল নিউ জ়িল্যান্ডের।
১২ রান করে বরুণের বলে আউট ফিলিপ্স। ১৫১ রানে পঞ্চম উইকেট হারাল নিউ জ়িল্যান্ড।
রবীন্দ্র জাডেজার বলে ১৪ রান করে আউট টম লাথাম। ১৩৩ রানে চতুর্থ উইকেট হারাল নিউ জ়িল্যান্ড।
৭৭ বলে অর্ধশতরান করলেন উইলিয়ামসন। নিউ জ়িল্যান্ডকে টানছেন দলের অভিজ্ঞ ব্য়াটার।
২৬তম ওভারে ১০০ রান পার হল নিউ জ়িল্যান্ডের।
৯৩ রানে তৃতীয় উইকেট হারাল নিউ জ়িল্যান্ড। ১৭ রান করে কুলদীপ যাদবের বলে আউট হলেন মিচেল।
দুবাইয়ের উইকেটে কৃপণ বোলিং করছেন ভারতীয় স্পিনারেরা। ফলে হাত খুলে খেলতে সমস্যা হচ্ছে নিউ জ়িল্যান্ডের। রান তোলার গতি কম।
খুব ধীরে রান করছে নিউ জ়িল্যান্ড। উইলিয়ামসন ৩৭ ও মিচেল ১৩ রান করে খেলছেন।
কেন উইলিয়ামসন ২৪ ও ড্য়ারিল মিচেল ১ রানে খেলছেন।
বরুণ চক্রবর্তীর বলে বোল্ড উইল ইয়ং। অফ স্টাম্পের বাইরে থেকে বল ঢোকে ভিতরের দিকে। বুঝতে পারেননি ইয়ং। ব্যাটে লেগে বল চলে যায় উইকেটে। ১৯ রান করে আউট হয়ে যান ইয়ং।
নিউ জ়িল্যান্ডকে প্রথম ধাক্কা দিলেন হার্দিক। তাঁর বাউন্সার মারতে গিয়ে ক্যাচ তোলেন রাচিন রবীন্দ্র। থার্ড ম্যানে ভাল ক্যাচ ধরেন অক্ষর পটেল। ৬ রান করে আউট রাচিন। ১৭ রানে প্রথম উইকেট হারাল নিউ জ়িল্যান্ড।
৯ উইকেট হারিয়ে ২৪৯ রানে শেষ হল ভারতের ইনিংস। নিউ জ়িল্যান্ডের ম্য়াট হেনরি নিলেন ৫ উইকেট।
৪৫ রান করে ফিরলেন হার্দিক পাণ্ড্য। অষ্টম উইকেট হারাল ভারত।
কেন উইলিয়ামসনের দুরন্ত ক্যাচে ফিরলেন জাডেজা। ১৬ রান করেছেন তিনি।
৪৩তম ওভারে ২০০ রান পার করল ভারত। ক্রিজ়ে রয়েছেন হার্দিক পাণ্ড্য ও রবীন্দ্র জাডেজা।
নিয়মিত ব্যবধানে উইকেট হারাচ্ছে ভারত। মিচেল স্যান্টনারের বলে ২৩ রানের মাথায় আউট হলেন রাহুল। আরও একটি ভাল ক্যাচ ধরল নিউ জ়িল্যান্ড। ১৮২ রানে ষষ্ঠ উইকেট হারাল ভারত। এখনও ১০ ওভার খেলা বাকি। ফলে চাপ বেড়েছে ভারতের উপর।