Vaibhav Suryavanshi

বাধ্য হয়ে বৈভবকে খেলানো হচ্ছে! ইডেনে নামার আগে জানিয়ে দিলেন রাজস্থানের বোলিং কোচ

চোটের কারণে খেলতে পারছেন না সঞ্জু স্যামসন। তাঁর পরিবর্ত বৈভব সূর্যবংশী শতরান করে নজর নিজের দিকে ঘুরিয়ে নিয়েছে। সঞ্জু সুস্থ থাকলে খেলাই হত না বৈভবের। রাজস্থানের জোরে বোলিং কোচ শেন বন্ড এমন কথাই জানালেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ মে ২০২৫ ২০:৩২
cricket

শনিবার ইডেনে বৈভব সূর্যবংশী। ছবি: পিটিআই।

চোটের কারণে আইপিএলে খেলতে পারছেন না সঞ্জু স্যামসন। তাঁর পরিবর্ত হিসাবে খেলা বৈভব সূর্যবংশী তৃতীয় ম্যাচেই শতরান করে সব নজর নিজের দিকে ঘুরিয়ে নিয়েছে। তবে সঞ্জু সুস্থ থাকলে খেলাই হত না বৈভবের। শনিবার ইডেনে রাজস্থানের জোরে বোলিং কোচ শেন বন্ড এমন কথাই জানালেন।

Advertisement

এ দিন বন্ড বলেছেন, “সঞ্জু ফিট থাকলে বৈভব খেলত না।” তবে এক বার যখন বৈভব খেলার সুযোগ পেয়েছে, তখন তাকে খোলা মনে খেলার স্বাধীনতা দেওয়া হবে বলেই জানিয়েছেন বন্ড। তাঁর কথায়, “মাঠে গিয়ে যাতে নিজের মতো খেলে সেই লাইসেন্স ওকে দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত ১৪ বছরের ছেলেটা ভালই খেলছে।”

অকারণে বৈভবকে পরামর্শ দিয়ে তার স্বাভাবিক খেলা নষ্ট করে দিতে চান না বন্ড। তাঁর মতে, “আমরা যাঁরা কোচিং দলে রয়েছি তাঁরা অকারণে বৈভবের কাছে বিষয়টা জটিল করে দিতে চাই না। গত ম্যাচে ও ভাল খেলতে পারেনি ঠিকই। কিন্তু ওকে নিয়ে আতঙ্কিত হওয়ার মতো কিছুই হয়নি।”

বৈভব মাঠে নামলে যাতে কোনও রকম চাপে না থাকে, সে দিকে বাড়তি সতর্ক থাকছে রাজস্থান। বৈভবের থেকে ভয়ডরহীন খেলা চাইছে দল। বন্ডের কথায়, “আমি জানি বিক্রম রাঠৌর ওর সঙ্গে ম্যাচের পরিকল্পনা নিয়ে অনেক কথা বলেন। কাদের বিরুদ্ধে খেলতে হবে সেটাও বৈভবকে জানিয়ে দেন। এই ম্যাচেও তাই করেছেন। তার বাইরে বলতে পারি, বৈভব খুব ভাল ছেলে। ওর ব্যাট চলুক, সেটাই সবাই চাই।”

বন্ডের মতে, ভবিষ্যতে বৈভবকে অনেক উত্থান-পতনের মধ্যে দিয়ে যেতে হবে। কখনও ব্যর্থ হবে, কখনও সফল। সব কিছু থেকেই শিক্ষা নিতে হবে তাকে। বন্ডের কথায়, “নিঃসন্দেহে বৈভব প্রতিভাবান ক্রিকেটার। কিন্তু এখনও বয়সটা কম। তাই চলার পথেই অনেক কিছু শিখতে হবে। আমরা ওকে নিয়ে ধৈর্য রাখতে চাই।”

Advertisement
আরও পড়ুন