India vs South Africa 2025

বিমানবন্দরেই জাতীয় নির্বাচকের সঙ্গে প্রকাশ্যে বৈঠক কোহলির, কথা রোহিতের সঙ্গেও

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক দিনের সিরিজ়ের পর বিরাট কোহলির সঙ্গে আলোচনায় বসার কথা বিসিসিআই কর্তাদের। ২০২৭ সালের বিশ্বকাপ এবং কোহলির পরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০২৫ ১৬:৩২
picture of cricket

বিরাট কোহলি। ছবি: পিটিআই।

রাঁচীতেই এক জাতীয় নির্বাচকের সঙ্গে প্রয়োজনীয় আলোচনা সেরে নিলেন বিরাট কোহলি। তা-ও আড়ালে আবডালে নয়। বিমানবন্দরে প্রকাশ্যে প্রজ্ঞান ওঝার সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলতে দেখা গিয়েছে কোহলিকে। জাতীয় নির্বাচকের সঙ্গে কথা বলেছেন রোহিত শর্মাও।

Advertisement

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক দিনের সিরিজ়ের পর কোহলির সঙ্গে আলোচনায় বসার কথা ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কর্তাদের। ২০২৭ সালের বিশ্বকাপ এবং কোহলির পরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে। তবে রাঁচীতে শতরানের পর কোহলি বিশ্বকাপের পরিকল্পনায় ঢুকে পড়েছেন। সূত্রের খবর, বিসিসিআই কর্তারা তাঁকে ছাড়া ভাবতে নারাজ। প্রস্তাবিত সেই বৈঠকের আগেই রাঁচী বিমানবন্দরে জাতীয় নির্বাচকের সঙ্গে ছোট বৈঠক করে নিলেন কোহলি।

সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা গিয়েছে, কোহলি বেশ গম্ভীর ভাবে ওঝাকে কিছু একটা বোঝাচ্ছেন। তাঁর কথা মন দিয়ে শুনছেন প্রাক্তন স্পিনার। তাঁকে পাল্টা কিছু বলতে দেখা যায়নি। বেশ কিছুক্ষণ ধরে কথা বলেন দু’জনে। তাঁদের মধ্যে কী কথা হয়েছে, তা অবশ্য জানা যায়নি।

রাঁচী বিমানবন্দরের আর একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। তাতে কোচ গৌতম গম্ভীরের পাশে বসে থাকতে দেখা গিয়েছে ওঝাকে। দু’জনে হাসি মুখে কথা বলছিলেন। তার আগে রোহিত শর্মার সঙ্গে হাত মেলাতে দেখা যায় ওঝাকে। তখনও দু’জনের মুখে হাসি ছিল। রোহিতের সঙ্গেও অল্প কিছু কথা বলেন জাতীয় নির্বাচক।

Advertisement
আরও পড়ুন