ICC Champions Trophy 2025

কোহলির ৩০০তম ম‍্যাচের সাক্ষী হতে দুবাইয়ে অনুষ্কা, গ্যালারিতে থাকবেন আরও এক জন

আরও একটি মাইলফলকের সামনে বিরাট কোহলি। রবিবার নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামলেই মাইলফলক স্পর্শ করে ফেলবেন। সেই মুহূর্তের সাক্ষী থাকতে দুবাই যাচ্ছেন তাঁর স্ত্রী অনুষ্কা শর্মা এবং দাদা বিকাশ কোহলি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০২ মার্চ ২০২৫ ১০:৩২
Picture of Anushka Sharma and Virat Kohli

(বাঁ দিকে) অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলি (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ক্রিকেটে আরও একটি মাইলফলকের সামনে বিরাট কোহলি। রবিবার নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ৩০০তম এক দিনের আন্তর্জাতিক ম্যাচ খেলবেন। ভারতের সপ্তম ক্রিকেটার হিসাবে এই মাইলফলক স্পর্শ করবেন তিনি। কোহলির ৩০০তম ম্যাচে উপস্থিত থাকবেন তাঁর স্ত্রী এবং বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা। থাকবেন পরিবারের আরও এক জন।

Advertisement

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নতুন নিয়ম অনুযায়ী ৪৫ দিনের কম সময়ের বিদেশ সফরে পরিবারকে নিয়ে যেতে পারেন না ক্রিকেটারেরা। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির একটি ম্যাচে পরিবারকে নিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে বিসিসিআই। সেইমতো ভারত-নিউ জ়িল্যান্ড ম্যাচ দেখতে দুবাই যাচ্ছেন অনুষ্কা। কোহলির ৩০০তম এক দিনের ম্যাচে গ্যালারিতে থাকবেন তাঁর দাদা বিকাশ কোহলিও। তিনিও অনুষ্কার সঙ্গে দুবাই যাবেন রবিবার।

আগের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে অপরাজিত শতরানের ইনিংস খেলেছেন কোহলি। বেশ কিছু দিন পর তাঁকে চেনা মেজাজে দেখা গিয়েছে। এক দিনের ক্রিকেটে ১৪ হাজার রানের মাইলফলকও স্পর্শ করেছেন। সবচেয়ে কম ইনিংস খেলে এই কৃতিত্ব অর্জন করেছেন। ভেঙে দিয়েছেন সচিন তেন্ডুলকরের বিশ্বরেকর্ড। স্বাভাবিক ভাবেই কোহলির ৩০০তম এক দিনের আন্তর্জাতিক ম্যাচ ঘিরে আগ্রহ তুঙ্গে ক্রিকেটপ্রেমীদের মধ্যে।

আগেই চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে উঠে গিয়েছে ভারত এবং নিউ জ়িল্যান্ড। রবিবার ম্যাচ যারা জিতবে, তারা গ্রুপের এক নম্বর দল হিসাবে শেষ করবে। তবে এই ম্যাচের মূল আকর্ষণ কোহলিই।

Advertisement
আরও পড়ুন