India vs Australia 2025

অস্ট্রেলিয়া জুড়ে শুধুই কোহলি! বিরাটের সই পেয়ে আত্মহারা পার্‌থের খুদে ভক্ত

আন্তর্জাতিক টি-টোয়েন্টি এবং টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি। স্বাভাবিক ভাবেই আন্তর্জাতিক ক্রিকেটে তাঁকে দেখার অপেক্ষা দীর্ঘতর হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২৫ ১১:৩৪
picture of virat kohli

বিরাট কোহলি। ছবি: এক্স।

গত চ্যাম্পিয়ন্স ট্রফির পর আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চলেছেন বিরাট কোহলি। খেলবেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক দিনের সিরিজ়। স্বভাবতই উত্তেজিত তাঁর ভক্তেরা। পার্‌থে অনুশীলনের শেষে বা হোটেলে তাঁকে মেটাতে হচ্ছে ভক্তদের আবদার।

Advertisement

কোহলিকে ঘিরে ক্রিকেটপ্রেমীদের উন্মাদনা নতুন নয়। একই ছবি দেখা যাচ্ছে অস্ট্রেলিয়াতেও। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে কোহলির জনপ্রিয়তার আরও একটি ভিডিয়ো। তাতে দেখা যাচ্ছে, অনুশীলনের পর এক খুদে ভক্ত কোহলির কাছে যায়। একটি ছোট ব্যাটে তাকে সই করে দেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। প্রিয় ক্রিকেটারের সই পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়ে সেই খুদে ভক্ত। দৌড়ে, লাফাতে লাফাতে মাঠে ঢুকে যায় সে। উচ্ছ্বাসে মাটিতে গড়াগড়িও খেয়ে নেয়।

আগে আর একটি ভিডিয়োয় দেখা গিয়েছিল, টিম হোটেলের বাইরে ভারতীয় দলের বাসের কাছে অপেক্ষারত এক পাকিস্তানি যুবককে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং ভারতের জার্সিতে সই করে দেন কোহলি। ওই যুবক রোহিত শর্মারও সই নিয়েছিলেন।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি এবং টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন কোহলি। দেশের হয়ে শুধু এক দিনের ক্রিকেট খেলতে দেখা যাবে তাঁকে। স্বাভাবিক ভাবেই আন্তর্জাতিক ক্রিকেটে তাঁকে দেখার অপেক্ষা আর কিছুটা দীর্ঘতর হয়েছে। উল্লেখ্য, ১৯ অক্টোবর থেকে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়া এক দিনের সিরিজ়।

Advertisement
আরও পড়ুন