Virat Kohli

কোহলিকে আউট করে তাঁরই প্রশংসা পেলেন গুজরাতের বোলার, বলে সইয়ের পাশাপাশি বিরাট-পরামর্শ পেলেন বিশাল

বিজয় হজারের ম্যাচে বিরাট কোহলিকে আউট করে দিয়েছিলেন তিনি। পরে তাঁরই পরামর্শ পেলেন গুজরাতের বোলার বিশাল জয়সওয়াল। কোহলির কাছে বলে সই করাতে গিয়ে পেয়েছেন অমূল্য উপদেশ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৫ ১৬:২৮
cricket

কোহলির সঙ্গে বিশাল (বাঁ দিকে)। ছবি: সমাজমাধ্যম।

বিজয় হজারের ম্যাচে বিরাট কোহলিকে আউট করে দিয়েছিলেন তিনি। পরে তাঁরই পরামর্শ পেলেন গুজরাতের বোলার বিশাল জয়সওয়াল। ম্যাচের পর ভয়ে ভয়ে কোহলির কাছে বলে সই করাতে গিয়েছিলেন। কোহলি সই তো করেছেনই। সঙ্গে বিশালকে দিয়েছেন অমূল্য উপদেশও।

Advertisement

দিল্লির কাছে মাত্র সাত রানে গুজরাত হারলেও, স্বপ্ন পূরণ হয়েছিল বিশালের। তাঁর বল কোহলি ছাড়াও আউট হয়েছেন ঋষভ পন্থ। ম্যাচের পর আম্পায়ারের থেকে বল চেয়ে দুরুদুরু বুকে চলে গিয়েছিলেন দিল্লির সাজঘরে। কোহলিকে দেখতে পেয়েও ইতস্তত করছিলেন। তখন কোহলিই তাঁকে দিল্লির সাজঘরে ডেকে নেন। পকেট থেকে বল বার করে বিশাল বলেন, “ভাইয়া, বলে একটা সই লাগবে।”

কোহলি নিজের কিট সরিয়ে বিশালকে বসতে বলেন। তার পর বলে সই করে দেন। সঙ্গে বলেন, “ভাল বল করতে থাকো। কঠোর পরিশ্রম করে যাও। সুযোগ ঠিকই আসবে। অপেক্ষা করো এবং পরিশ্রম করো।” ‘টাইমস অফ ইন্ডিয়া’কে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন বিশাল।

তিনি জানিয়েছেন, কোহলিকে আউট করার জন্য বিশেষ কোনও পরিকল্পনা ছিল না। নিজের বুদ্ধি কাজে লাগিয়েই আউট করেছেন। বিশালের কথায়, “আলাদা করে কোনও পরিকল্পনা করিনি। কোহলি ক্রিকেটের কিংবদন্তি। ওকে বল করার সুযোগ পাওয়াই একটা দারুণ মুহূর্ত। ও ক্রিজ়ে থাকলেই প্রচুর চাপ থাকে। ওর সঙ্গে কথা বলেছি। কিছু পরামর্শও দিয়েছে। কী ভাবে চাপের মুখে শান্ত থাকতে হবে, ফিটনেসে নজর দিতে হবে এ সব নিয়ে কথা হয়েছে।”

বিশালের সংযোজন, “আমি খুবই খুশি ওকে আউট করতে পারে। নিজের নামের পাশে এমন উইকেট থাকা ভাগ্যের ব্যাপার।”

Advertisement
আরও পড়ুন