India vs West Indies 2025

এক টেস্ট ম্যাচে ২০০ ওভার বোলিং, তবু কেন ক্লান্ত নন ভারতের বোলারেরা? ফাঁস করলেন ওয়াশিংটন

প্রথম টেস্টে আড়াই দিনে আত্মসমর্পণ করেছিল ওয়েস্ট ইন্ডিজ়। দ্বিতীয় টেস্টে তারা লড়াই করেছে। গোটা ম্যাচে ভারতীয় বোলারেরা ২০০ ওভারের বেশি বল করেছেন। তবু কেন কেউই ক্লান্ত হয়ে পড়েননি?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২৫ ২২:৩২
cricket

উইকেট পাওয়ার পর ভারতীয় বোলারদের উচ্ছ্বাস। ছবি: পিটিআই।

প্রথম টেস্টে আড়াই দিনে আত্মসমর্পণ করেছিল ওয়েস্ট ইন্ডিজ়। দ্বিতীয় টেস্টে তারা লড়াই করেছে দুই ইনিংসে। গোটা ম্যাচে ভারতীয় বোলারেরা ২০০ ওভারের বেশি বল করেছেন। তবু কেউই ক্লান্ত হয়ে পড়েননি। চতুর্থ দিনের খেলা শেষে এ কথা জানিয়েছেন ওয়াশিংটন সুন্দর। তাঁর দাবি, অতীত থেকে শিক্ষা নিয়েছে ভারত।

Advertisement

ওয়াশিংটনের কথায়, “ইংল্যান্ড সিরিজ়ের পর আমরা সকলে বুঝে গিয়েছি যে টেস্টে পাঁচ দিন খেলতে কেমন লাগে। ইংল্যান্ডেও প্রায় প্রতিটা ম্যাচে আমরা ১৮০-২০০ ওভার বল করেছি। তাই আমাদের কাছে ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ নয়। তবে একটা জিনিস ঠিক, নিজেদের ফিট রাখতে হবে এবং ফর্মের শীর্ষে থাকতে হবে। টেস্ট ক্রিকেট খেলতে গেলে এটা খুবই দরকার। আপনাকে ধরে নিতে হবে যে, সব ম্যাচই পঞ্চম দিনে গড়াবে এবং সব ম্যাচেই আপনাকে সেরাটা দিতে হবে।”

অফস্পিনার জানিয়েছেন, অন্য কোনও দিন হলে হয়তো ম্যাচটা চার দিনেই শেষ হয়ে যেত। এ বারই হয়নি। ওয়াশিংটনের কথায়, “আপনারা অনেকেই চেয়েছিলেন ম্যাচটা চার দিনে শেষ হয়ে যায়। যশস্বী সেই চেষ্টাও করেছিল। অন্য কোনও ম্যাচ হলে হয়তো চার দিনেই শেষ করে ফেলতাম। এটাতেই হল না।”

ওয়াশিংটনের মতে, দিল্লির পিচের জন্যই তাঁদের জয় পেতে দেরি হয়েছে। কারণ এই পিচ বোলারদের জন্য নয়। ওয়াশিংটনের কথায়, “একদম দিল্লির আদর্শ উইকেট। কোনও ধরনের বাউন্স পাইনি আমরা। বলও সে ভাবে ঘোরেনি। তবে আলাদা আলাদা মাঠের আলাদা আলাদা চরিত্র হবে এটাই স্বাভাবিক। এটাই টেস্ট ক্রিকেটের মাহাত্ম্য। দেশ হোক বা বিদেশ, আমরা অনেক রকম পরিবেশে খেলে বেড়ে উঠেছি। সবক’টাই আমাদের সাহায্য করেছে নিজেদের দক্ষতার সেরাটা বার করে আনতে।”

Advertisement
আরও পড়ুন