IPL 2025

১৮ বছরে পুরস্কারমূল্য বেড়েছে পাঁচ গুণ! কেকেআর আইপিএল জিতে গত বছর পেয়েছিল ২০ কোটি টাকা, এ বার বেঙ্গালুরু কত পেল?

প্রথম বছর আইপিএলের চ্যাম্পিয়ন দল পুরস্কার হিসাবে পেয়েছিল ৪ কোটি ৮০ লাখ টাকা। কয়েক বছর অন্তর অন্তর বেড়েছে চ্যাম্পিয়ন দলের পুরস্কার মূল্য। দু’বার অবশ্য কমেছেও।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ জুন ২০২৫ ২৩:৩২
Picture of IPL

প্রথম বার আইপিএল জিতল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ছবি: বিসিসিআই।

আইপিএল চ্যাম্পিয়ন দল কত টাকা আর্থিক পুরস্কার পাবে? প্রতি বছরই এ নিয়ে আগ্রহ থাকে ক্রিকেটপ্রেমীদের। ২০০৮ সালে প্রথম বছর রাজস্থান রয়্যালস চ্যাম্পিয়ন হয়ে পেয়েছিল ৪ কোটি ৮০ লাখ টাকা। গত বছর চ্যাম্পিয়ন হয়ে কলকাতা নাইট রাইডার্স পুরস্কার হিসাবে পেয়েছিল ২০ কোটি টাকা। অর্থাৎ, পুরস্কারমূল্য বেড়েছে পাঁচ গুণেরও বেশি। এ বার কত টাকা পেল চ্যাম্পিয়ন দল।

Advertisement

টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়নের থেকেও আর্থিক পুরস্কার হিসাবে বেশি টাকা পায় আইপিএল চ্যাম্পিয়ন দল। পুরস্কার মূল্য ধারাবাহিক ভাবে বৃদ্ধি করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ব্যতিক্রম শুধু ২০১৭ এবং ২০২০ সাল। এই দু’বার কমে গিয়েছিল আর্থিক পুরস্কারের পরিমাণ। এক নজরে দেখে নেওয়া যাক, কোন বছর কত টাকা পেয়েছে আইপিএল চ্যাম্পিয়ন দল।

২০০৮ ও ২০০৯ সালে পুরস্কার মূল্য ছিল ৪.৮ কোটি টাকা। ২০১০ থেকে সেটা বেড়ে হয় ১০ কোটি টাকা। পরের তিন বছরও ছিল ১০ কোটি টাকা। ২০১৪ ও ২০১৫ সালে দেওয়া হয় ১৫ কোটি টাকা। ২০১৬ সালে ২০ কোটি টাকা। ২০১৭ সালে ১৫ কোটি টাকা। ২০১৮ সাল থেকে গত বছর পর্যন্ত দেওয়া হয়েছে ২০ কোটি টাকা। এ বারের চ্যাম্পিয়ন দলকেও দেওয়া হল ২০ কোটি টাকা আর্থিক পুরস্কার।

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী রোহিত শর্মার দলকে আর্থিক পুরস্কার হিসাবে ১৯ কোটি ৯৫ লাখ টাকা দিয়েছিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। এ বছর চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে রোহিতেরা পেয়েছিলেন ১৯ কোটি ৫৩ লাখ টাকা। এ বার চ্যাম্পিয়ন দলের পুরস্কার মূল্য বৃদ্ধি না পেলেও এগিয়েই থাকল আইপিএল।

Advertisement
আরও পড়ুন