Manchester Test weather

নির্বিঘ্নে কেটেছে প্রথম দিন, ম্যাঞ্চেস্টারে দ্বিতীয় দিন কি বৃষ্টি হবে? কী বলছে আবহাওয়ার পূর্বাভাস?

ম্যাঞ্চেস্টারে প্রথম দিনে বৃষ্টির সম্ভাবনা থাকলেও মোটামুটি নির্বিঘ্নেই কেটেছে। শেষ দিকে মন্দ আলোর জন্য খেলা কিছুটা আগে শেষ হয়েছে। বৃহস্পতিবার দ্বিতীয় দিন। এ দিন কি বৃষ্টি হবে?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ জুলাই ২০২৫ ১৩:৪২
cricket

ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ড স্টেডিয়াম। ছবি: পিটিআই।

ম্যাঞ্চেস্টারে প্রথম দিনে বৃষ্টির সম্ভাবনা থাকলেও মোটামুটি নির্বিঘ্নেই কেটেছে। শেষ দিকে অবশ্য মন্দ আলোর জন্য খেলা কিছুটা আগে শেষ হয়েছে। বৃহস্পতিবার দ্বিতীয় দিন। এ দিন কি বৃষ্টি হবে?

Advertisement

আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, এ দিন সকাল থেকে আকাশ পরিষ্কার থাকলেও খেলা শুরু হওয়ার সময় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা বৃষ্টি হতে পারে। তবে যত বেলা গড়াবে তত পরিষ্কার হবে আকাশ। এমনকি দুপুরের দিকে রোদ ওঠারও সম্ভাবনা রয়েছে।

‘বিবিসি’ জানাচ্ছে, স্থানীয় সময় সকাল ১০টা থেকে বৃষ্টি শুরু হবে ম্যাঞ্চেস্টারে। খেলা শুরু হওয়ার সময় ২৩ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেল ৪টে পর্যন্ত অল্প হলেও বৃষ্টি চলবে। অর্থাৎ খেলা একাধিক বার থামা এবং শুরুর সম্ভাবনা রয়েছে।

আমেরিকার একটি আবহাওয়া সংক্রান্ত ওয়েবসাইট জানিয়েছে, সকাল থেকে আকাশ পরিষ্কার থাকবে। দুপুর ২টো পর্যন্ত রোদ থাকবে। বিকেল ৪টে নাগাদ বৃষ্টি হতে পারে। তার পর আবার রোদ উঠবে।

তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা। ১৬ থেকে ২১ ডিগ্রির মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে।

এই মরসুমে চারটে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ হয়েছে ম্যাঞ্চেস্টারে। প্রতিটাই ড্র হয়েছে। অর্থাৎ ওল্ড ট্র্যাফোর্ডে ফলাফল পাওয়ার সম্ভাবনা কতটা তা নিয়ে প্রশ্ন থাকছেই। পাশাপাশি, কোনও দলই এর আগে এই মাঠে আগে বল করে জেতেনি। বেন স্টোকস সেই সাহসী সিদ্ধান্তটাই নিয়েছেন। চেয়েছেন মেঘলা আকাশ কাজে লাগাতে। তবে প্রথম দিন ভারতীয় ব্যাটারেরা ভালই সামলেছেন ইংল্যান্ডের চ্যালেঞ্জ।

Advertisement
আরও পড়ুন