Pratika Rawal

শতরান করে ভারতকে বিশ্বকাপের সেমিফাইনালে তুলেছিলেন, তবু কেন পদক পেলেন না প্রতিকা রাওয়াল?

বিশ্বকাপের চতুর্থ এবং ভারতের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী প্রতিকা রাওয়াল। লিগ পর্বের সব ম্যাচ খেলেছেন। ভারত বিশ্বকাপ জিতলেও তিনি হরমনপ্রীত কৌরদের সঙ্গে পদক পাননি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২৫ ২০:৩৩
Picture of Pratika Rawal

প্রতিকা রাওয়াল। ছবি: পিটিআই।

ভারতের বিশ্বকাপ দলের অন্যতম সদস্য ছিলেন প্রতিকা রাওয়াল। বাংলাদেশের বিরুদ্ধে লিগ পর্বের শেষ ম্যাচে ফিল্ডিং করার সময় চোট পেয়ে প্রতিযোগিতা থেকে ছিটকে যান। রবিবার তিনিও হুইল চেয়ারে বসে সামিল হয়েছিলেন হরমনপ্রীত কৌরদের বিশ্বজয়ের উৎসবে। কিন্তু সতীর্থদের সঙ্গে বিশ্বজয়ের পদক পাননি প্রতিকা।

Advertisement

নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে শতরান করে দলকে বিশ্বকাপের সেমিফাইনালে তুলেছিলেন প্রতিকা। লিগ পর্বের ম্যাচগুলিতে স্মৃতি মন্ধানার সঙ্গে তাঁর ওপেনিং জুটি জমে গিয়েছিল। একাধিক ম্যাচে ভাল শুরু করেছিলেন তাঁরা। অলরাউন্ডার প্রতিকা বিশ্বকাপের চতুর্থ এবং ভারতের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী। ৭টি ম্যাচ খেলে ৫১.৩৩ গড়ে করেছেন ৩০৮ রান। একটি শতরান এবং একটি অর্ধশতরানের ইনিংস এসেছে তাঁর ব্যাট থেকে। বল হাতেও দলকে সাহায্য করেছেন। ২ উইকেট পেলেও ওভার প্রতি খরচ করেছেন মাত্র ৩.৭৫ রান। ভারতীয় মহিলা দলের প্রথম বিশ্বকাপ জয়ের পথে প্রতিকার অবদান কিছু কম নয়। তবু বিশ্বকাপজয়ী দলের সদস্য হিসাবে পদক পাননি প্রতিকা। কেন পদক পেলেন না ২৫ বছরের ক্রিকেটার?

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার নিয়মের জন্য পদক পাননি প্রতিকা। নিয়ম অনুযায়ী, শুধু বিশ্বজয়ী দলের ১৫ জন ক্রিকেটারকেই পদক দেওয়া হয়। চোট পেয়ে নকআউট পর্বের আগে ছিটকে যাওয়া প্রতিকা ফাইনালের দলে ছিলেন না। ১৫ জনের তালিকায় নাম না থাকায় পদক পাননি অলরাউন্ডার।

পদক না পেলেও সতীর্থদের সঙ্গে বিশ্বজয়ের মঞ্চ ভাগ করে নেওয়ার সুযোগ পেয়েছেন প্রতিকা। স্মৃতি মন্ধানা, জেমাইমা রদ্রিগেজ়দের সঙ্গে উৎসবে সামিল হয়েছেন। হাতে বিশ্বকাপের ট্রফি নিয়েছেন। ভারতীয় দলের সঙ্গে মাঠ প্রদক্ষিণ করেছেন। তাঁকে কাছ ছাড়া করেননি হরমনপ্রীতেরাও।

Advertisement
আরও পড়ুন