Rohit Sharma

সাড়ে ৪ কোটির নতুন টুকটুকে লাল গাড়ি রোহিতের, নম্বর প্লেটে চমক

রোহিত শর্মা নিজের একটা গাড়ি উপহার হিসাবে দিয়ে দিয়েছেন অনলাইন গেমের এক বিজেতাকে। আইপিএলের পর আবার একইরকম একটা গাড়ি কিনেছেন ভারতের এক দিনের ক্রিকেট দলের অধিনায়ক।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ অগস্ট ২০২৫ ১৭:২৩
picture of Rohit Sharma

রোহিত শর্মা। —ফাইল চিত্র।

নতুন গাড়ি কিনেছেন রোহিত শর্মা। তাঁর নতুন লাল রঙের গাড়িটির নম্বর প্লেটেও রয়েছে একটি বিশেষত্ব। নিজের ক্রিকেটজীবনের সঙ্গে সন্তানদের মিলিয়েছেন ভারতের এক দিনের দলের অধিনায়ক।

Advertisement

রোহিতের আগের ল্যাম্বরঘিনি উরুস গাড়ির নম্বর প্লেটের শেষ তিনটে সংখ্যা ছিল ২৬৪। যা তাঁর এক দিনের ক্রিকেটে সর্বোচ্চ রানের ইনিংস। রোহিতের নতুন ল্যাম্বরঘিনি উরুসের দাম প্রায় ৪ কোটি ৫৭ লাখ টাকা। শূন্য থেকে ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতি তুলতে গাড়িটা সময় নেয় ৩.৪ সেকেন্ড।

রোহিতের নতুন গাড়ির নম্বর প্লেটের শেষ চারটে সংখ্যা হল ৩০১৫। সংখ্যা নির্বাচনের নেপথ্যে রয়েছে বিশেষ কারণ। এর মধ্যে রয়েছে তাঁর দুই সন্তানের জন্ম তারিখ। রোহিতের মেয়ে সামাইরার জন্মদিন ৩০ ডিসেম্বর। তাঁর ছেলে আহানের জন্মদিন ১৫ নভেম্বর। নম্বর প্লেটের শেষ চারটে সংখ্যার প্রথম দুটো (৩০) সামাইরার জন্ম তারিখ এবং পেশ দুটো (১৫) আহানের জন্ম তারিখ। এ ছাড়া ৩০ এবং ১৫ যোগ করলে হয় ৪৫। যা রোহিতের জার্সি নম্বর। ভাবনা-চিন্তা করেই নতুন গাড়ির নম্বর চূড়ান্ত করেছেন রোহিত।

এর আগেও রোহিতের একটি ল্যাম্বরঘিনি উরুস ছিল। যেটার নম্বর প্লেটের শেষ তিনটে সংখ্যা ছিল ২৬৪। একটি অনলাইন গেমের বিজয়ীকে সেই গাড়িটা উপহার হিসাবে দিয়ে দিয়েছেন রোহিত। গত আইপিএলের সময় হয়েছিল প্রতিযোগিতা। আইপিএলের পর নতুন গাড়ি কিনেছেন রোহিত।

Advertisement
আরও পড়ুন