English Premier League

আর্লিং হালান্ডের জোড়া গোলে জয় ম্যাঞ্চেস্টার সিটির

ম্যাঞ্চেস্টার সিটি ওয়েস্ট হ্যামকে হারিয়েছে ৩-০ গোলে। জোড়া গোল আর্লিং হালান্ডের (৫, ৬৯ মিনিট)। অন্য গোলদাতা তিজ্জানি রেইনডার্স। ১৭ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যাঞ্চেস্টার সিটি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২৫ ০৬:৪৯
আর্লিং হালান্ড।

আর্লিং হালান্ড। ছবি: রয়টার্স।

ইপিএলে শনিবার ফের স্বমহিমায় ম‌্যাঞ্চেস্টার সিটি। তারা ওয়েস্ট হ‌্যামকে হারিয়েছে ৩-০ গোলে। জোড়া গোল আর্লিং হালান্ডের (৫, ৬৯ মিনিট)। অন‌্য গোলদাতা তিজ্জানি রেইনডার্স। ১৭ ম‌্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষে ম‌্যাঞ্চেস্টার সিটি।

এ দিকে লিভারপুলে তাঁকে ঘিরে বিতর্কের পরে সতীর্থদের কাছে সরাসরি ক্ষমা চেয়েছেন মহম্মদ সালাহ। দলের মিডফিল্ডার কার্টিস জোন্স জানিয়েছেন, সালাহর মন্তব্যে ড্রেসিংরুমে কোনও ভাঙন ধরেনি, বরং পুরো দলই ঐক্যবদ্ধ রয়েছে। শনিবার আবার লিভারপুল ২-১ গোলে জিতেছে টটেনহ্যামের বিরুদ্ধে। তবে জাতীয় দলের হয়ে খেলার জন্য মিশরের তারকা এই ম্যাচে ছিলেন না।

আরও পড়ুন