Super Over Drama

সুপার ওভারে নাটক কেন? শ্রীলঙ্কার শনকা কি আউট ছিলেন, আম্পায়ারের কাছে বুঝতে গিয়ে মাথার চুল ছিঁড়তে হল সূর্যকে

ভারতীয় দল নিশ্চিত ছিল শনকা হয় কট বিহাইন্ড, নয়তো রান আউট হবেন। এবং সুপার ওভারে ২ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার ইনিংস তখনই শেষ হয়ে যাবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫ ০২:৩৯
সুপার ওভারে নাটকীয় সেই মুহূর্ত।

সুপার ওভারে নাটকীয় সেই মুহূর্ত। ছবি সংগৃহীত।

খেলার নিয়ম বুঝতে গিয়ে মাথার চুল ছিঁড়তে হল সূর্যকুমার যাদবকে। সুপার ওভারে কেন দাসুন শনকাকে আউট দেওয়া হল না, তা নিয়ে প্রশ্ন তোলেন ভারত অধিনায়ক।

Advertisement

সুপার ওভারের চতুর্থ বলে ইয়র্কার করেন অর্শদীপ সিংহ। শ্রীলঙ্কার ব‍্যাটার শনকা বল মিস করেন। বল যায় উইকেট রক্ষক সঞ্জু স‍্যামসনের হাতে। কট বিহাইন্ডের আবেদন করেন অর্শদীপ। আম্পায়ার গাজি সোহেল আউট দিয়ে দেন।

ততক্ষণে রান নেওয়ার জন‍্য শনকা উইকেটের প্রায় উল্টো প্রান্তে চলে আসেন। সঞ্জু সেই সুযোগে বল স্টাম্পে ছুড়ে উইকেট ভেঙে দেন। ভারতীয় দল নিশ্চিত ছিল শনকা হয় কট বিহাইন্ড, নয়তো রান আউট হবেন। এবং সুপার ওভারে ২ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার ইনিংস তখনই শেষ হয়ে যাবে।

নাটকের শুরু তার পর। তৃতীয় আম্পায়ার টেলিভিশন রিপ্লে দেখে সিদ্ধান্ত নেন শনকা কট বিহাইন্ড আউট নন। কারণ, বল সত‍্যিই তাঁর ব‍্যাটে লাগেনি। ফলে কট বিহাইন্ডের আবেদন নাকচ হয়ে যায়।

ভারতীয় ক্রিকেটারেরা প্রশ্ন তোলেন, শনকা কেন আউট হবেন না? কারণ, তিনি কট বিহাইন্ড না-ই হতে পারেন, কিন্তু তিনি তো পরিষ্কার রান আউট। আম্পায়ার এর পর সূর্যকে ক্রিকেটের আইন বোঝাতে শুরু করেন।

ক্রিকেটের আইন অনুযায়ী, আম্পায়ার কোনও ব‍্যাটারকে আউট দেওয়ার সঙ্গে সঙ্গে বলটি ডেড বল হয়ে যায়। তখন আর কোনও আউট গণ‍্য করা হয় না। ফলে শনকাকে আম্পায়ার আউট দেওয়া মাত্র বলটি ডেড হয়ে যায়। এর পর একই সঙ্গে আর কোনও আউট বিবেচিত হবে না। তাই শনকা পরিষ্কার রান আউট হয়েও বেঁচে যান।

এটা বুঝতেই সূর্যের বেশ খানিক্ষণ সময় লাগে।

Advertisement
আরও পড়ুন