Yashasvi Jaiswal

এক দিনের ক্রিকেটে প্রথম শতরানের পরেই টি-টোয়েন্টির প্রস্তুতিতে নেমে পড়লেন যশস্বী, ঘরোয়া ক্রিকেটে রোহিতের খেলা নিয়ে অনিশ্চয়তা

শনিবার বিশাখাপত্তনমে তৃতীয় এক দিনের ম্যাচে শতরান করেছিলেন যশস্বী জয়সওয়াল। পর দিনই ২০ ওভারের ক্রিকেট খেলার প্রস্তুতি শুরু করে দিলেন তিনি। কী পরিকল্পনা রয়েছে তাঁর?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৫ ২১:০২
cricket

যশস্বী জয়সওয়াল এবং রোহিত শর্মা। — ফাইল চিত্র।

শনিবার বিশাখাপত্তনমে তৃতীয় এক দিনের ম্যাচে শতরান করেছিলেন যশস্বী জয়সওয়াল। ৫০ ওভারের ফরম্যাটে যা তাঁর প্রথম শতরান। পরদিনই ২০ ওভারের ক্রিকেট খেলার প্রস্তুতি শুরু করে দিলেন তিনি। মুম্বইয়ের হয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফির নকআউটে খেলার কথা জানিয়ে দিয়েছেন। তবে রোহিতের খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

Advertisement

মুম্বইয়ের প্রধান নির্বাচক সঞ্জয় পাটিল ‘টাইমস অফ ইন্ডিয়া’-কে বলেছেন, “দুপুরে ওর সঙ্গে আমার কথা হয়েছে। জানিয়েছে, মুস্তাক আলির নকআউটের খেলার জন্য তৈরি। ১১ ডিসেম্বর দলের সঙ্গে যোগ দেবে।” আগামী ৯ থেকে ১৮ ডিসেম্বর পুণেতে মুস্তাক আলির নকআউট পর্ব হবে।

জয়সওয়াল দলে ঢুকবেন আয়ুষ মাত্রের জায়গায়। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন মাত্রে। তাই মুস্তাক আলিতে খেলা হবে না তাঁর। মুম্বই দলে এটিই একমাত্র বদল। চলতি মুস্তাক আলিতে দু’টি শতরান করেছেন মাত্রে। তবে যশস্বীও কম যান না। তাই মাত্রের না থাকা মুম্বইকে চাপে ফেলবে না বলেই মনে করা হচ্ছে।

মুস্তাক আলির নকআউট পর্ব হবে ‘সুপার ফোর’ ফরম্যাটে। মুম্বইয়ের খেলা রয়েছে ১২, ১৪ এবং ১৬ ডিসেম্বর। অর্থাৎ প্রথম ম্যাচের এক দিন আগেই দলের সঙ্গে যোগ দেবেন যশস্বী। ফাইনাল হবে ১৮ ডিসেম্বর। মুম্বই দল পুণে রওনা দেবে ১০ তারিখ। যশস্বী সরাসরি পুণেতে দলের সঙ্গে যোগ দেবেন।

এ দিকে, মুস্তাক আলির নকআউটে খেলার কথা রয়েছে রোহিত শর্মারও। তবে এখনও রাজ্য সংস্থাকে কিছু জানাননি তিনি। রোহিত আগেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। যশস্বী দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজ়ের দলে নেই। ফলে দু’জনেরই ঘরোয়া ক্রিকেটে খেলতে সমস্যা নেই।

Advertisement
আরও পড়ুন