India vs England 2025

লর্ডসে কেন দেরিতে ব্যাট করতে নেমেছিল ইংল্যান্ড? সেই ৯০ সেকেন্ড নিয়ে ম্যাঞ্চেস্টারে মুখ খুললেন ক্রলি

লর্ডসে দ্বিতীয় ইনিংসে ৯০ সেকেন্ড দেরিতে ব্যাট করতে নেমেছিলেন ইংল্যান্ডের দুই ওপেনার। অভিযোগ করেছিলেন ভারতীয় দলের অধিনায়ক শুভমন গিল। যা নিয়ে বিতর্ক অব্যাহত ম্যাঞ্চেস্টারেও।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ জুলাই ২০২৫ ১১:৪১
Picture of Zak Crawley

জ্যাক ক্রলি। ছবি: পিটিআই।

ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ়ে উত্তাপের কেন্দ্রে সেই ৯০ সেকেন্ড। যে ৯০ সেকেন্ড নিয়ে লর্ডস টেস্টের সময় সোচ্চার হয়েছিলেন শুভমন গিল। ইংল্যান্ডের ক্রিকেট স্পিরিট নিয়ে প্রশ্ন তুলেছেন ম্যাঞ্চেস্টারেও। বৃহস্পতিবার সেই ৯০ সেকেন্ড নিয়ে মুখ খুললেন ইংল্যান্ডের ব্যাটার জ্যাক ক্রলি।

Advertisement

লর্ডস টেস্টে দ্বিতীয় ইনিংসে নির্ধারিত সময়ের ৯০ সেকেন্ড পর ব্যাট করতে নেমেছিলেন ইংল্যান্ডের দুই ওপেনার ক্রলি এবং বেন ডাকেট। তৃতীয় দিনের শেষ বেলায় ইংল্যান্ডের ব্যাট করার জন্য ৭ মিনিট সময় ছিল। কিন্তু ইংল্যান্ডের ক্রিকেটারেরা নানা ভাবে সময় নষ্ট করায় ১ ওভারের বেশি খেলা হয়নি। তা নিয়েই দু’দলের দ্বন্দ্ব শুরু হয়।

বৃহস্পতিবার ম্যাঞ্চেস্টার টেস্টের দ্বিতীয় দিনের খেলার শেষে সেই ঘটনা নিয়ে ক্রলি বলেছেন, ‘‘৯০ সেকেন্ড দেরিতে ব্যাট করতে নামার ব্যাপারে আমার কিছু জানা নেই। আমরা প্রস্তুত হয়ে নিজেদের জায়গায় বসেছিলাম। আম্পায়ারেরা মাঠে যাওয়ার পরেই আমরা চলে গিয়েছিলাম।’’ ক্রলি ঘুরিয়ে বোঝানোর চেষ্টা করেছেন, দেরির ব্যাপারে তাঁদের কোনও ভূমিকা নেই। তবে পায়ের চোট নিয়ে ঋষভ পন্থের ব্যাটিং দেখে অভিভূত ক্রলি। তিনি বলেছেন, ‘‘মনে হয় না, খুব বেশি জন এক পা নিয়ে ব্যাট করতে নামবে। পন্থ প্রমাণ করে দিল, মানসিক ভাবে ও কতটা শক্ত।’’

৯০ সেকেন্ড বিতর্কে আর মন্তব্য করতে চাননি ইংল্যান্ডের ব্যাটার। তবে ম্যাঞ্চেস্টারে দ্বিতীয় দিনের শেষে ভারতের ৩৫৮ রানের জবাবে ইংল্যান্ডের রান ২ উইকেটে ২২৫। তা নিয়ে স্বস্তি প্রকাশ করেছেন ক্রলি। তিনি বলেছেন, ‘‘দল হিসাবে আমরা ভাল জায়গায় রয়েছি। বেন স্টোকস অসাধারণ ক্রিকেটার। অধিনায়ক হিসাবেও একই রকম দুর্দান্ত। দারুণ বোলারও। ওর জন্যই আমরা সুবিধাজনক জায়গায় রয়েছি।’’

ওপেন করতে নেমে বৃহস্পতিবার ৮৪ রানের ইনিংস খেলেছেন ক্রলি। ওপেনিং জুটিতে ডাকেটের সঙ্গে করেছেন ১৬৬ রান। তা নিয়ে ইংল্যান্ডের ওপেনার বলেছেন, ‘‘যে ভাবে খেলেছি, তাতে আমি খুশি। আরও ১৬ রান করতে পারলে ভাল লাগত। আমরা আসলে সব সময় একটু বেশিই চাই। এই ব্যাপারটা বদলানোর নয়।’’

ইংল্যান্ড শিবিরের লক্ষ্য ম্যাঞ্চেস্টারেই সিরিজ় জয় নিশ্চিত করে ফেলা। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বুঝিয়ে দিয়েছেন ক্রলি। তাঁদের প্রাথমিক লক্ষ্য প্রথম ইনিংসে বড় লিড।

Advertisement
আরও পড়ুন