ICC T20 World Cup 2026

টি-টোয়েন্টি বিশ্বকাপের যোগ্যতা অর্জন করল আরও এক দেশ, নিশ্চিত ১৭টি দল, এখনও বাকি তিন

আয়োজক ভারত এবং শ্রীলঙ্কা ছাড়া ১৭টি দেশ আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিশ্চিত হয়ে গেল। এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে আরও তিন দেশ খেলার সুযোগ পাবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২৫ ১১:৫৯
picture of cricket

টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি। —ফাইল চিত্র।

আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে খেলার ছাড়পত্র পেল আফ্রিকার আরও একটি দেশ। নামিবিয়ার পর আফ্রিকার দ্বিতীয় দেশ হিসাবে যোগ্যতা অর্জন পর্ব থেকে মূলপর্বে এল জ়িম্বাবোয়ে। আফ্রিকা আঞ্চলিক যোগ্যতা অর্জন পর্বের সেমিফাইনালে কেনিয়াকে হারিয়ে বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে তারা। ১৭ নম্বর দেশ হিসাবে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন জ়িম্বাবোয়ে। বাকি থাকল আর তিনটি দেশ।

Advertisement

জ়িম্বাবোয়ের আগে বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছে ১৬টি দেশ। বাকি তিনটি দেশ আসবে এশিয়া-প্যাসিফিক যোগ্যতা অর্জন পর্ব খেলে। সেই পর্ব শুরু ৮ অক্টোবর থেকে শুরু ওমানে। জাপান, কুয়েত, মালয়েশিয়া, নেপাল, ওমান, পাপুয়া নিউ গিনি, কাতার, সামোয়া এবং আমিরশাহির মধ্যে লড়াই হবে তিনটি জায়গার জন্য।

টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়োজক দেশ হিসাবে খেলবে ভারত এবং শ্রীলঙ্কা। এ ছাড়া আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ়, আমেরিকা, পাকিস্তান, নিউ জ়িল্যান্ড, আয়ারল্যান্ড, কানাডা, নেদারল্যান্ডস, ইটালি এবং নামিবিয়া যোগ্যতা অর্জন করেছে।

Advertisement
আরও পড়ুন