Sourav Ganguly

Sourav Ganguly: সৌরভের জন্মদিনে ডোনা এ বার কী উপহার দিলেন জানেন?

এ বার ঘরোয়া ভাবেই পালন করা হবে বিসিসিআই সভাপতির জন্মদিন।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৮ জুলাই ২০২১ ০২:২৩
ছবি ইনস্টাগ্রাম।

ছবি ইনস্টাগ্রাম।

সৌরভ গঙ্গোপাধ্যায় ৪৯। জন্মদিনে তাঁকে কী দিলেন ডোনা? ১২টা বাজতে না বাজতেই একটা মোবাইল।

নেটমাধ্যমে সেই ছবি দেন ডোনা। আর তা দ্রুত ভাইরাল হয়।

Advertisement

৫০-এ পা রাখা সৌরভ এ বার তাঁর কন্যা সানার পছন্দের কেকটাই কাটবেন। ঘরোয়া ভাবে পালন করা হবে বিসিসিআই সভাপতির জন্মদিন। ডোনা বলেন, ‘‘সকাল থেকেই প্রচুর মানুষ আসবেন শুভেচ্ছা জানাতে। দাদার অন্ধ ভক্ত রয়েছেন কয়েকজন। তাঁরা আসবেন। কেক কাটা হবে। এ ভাবেই এই দিনটা কেটে যায়।’’

বরাবরই খাদ্যরসিক বলে পরিচিত সৌরভ। তবে এ বছরের শুরুতেই হৃদযন্ত্রের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল মহারাজকে। তাই এ বার সতর্ক।

ডোনা বলেন, ‘‘আগে অনেক খাওয়া দাওয়া হত। তবে এখন খাদ্যতালিকা থেকে বাদ গিয়েছে চিকেন, মাটন। শুধু মাছ, শাক-সব্জি খায় ও। তাও খুব কম তেলে। এ বার মাছ-ভাত দিয়েই জন্মদিন পালন হবে।''

Advertisement
আরও পড়ুন