Manu Bhaker

বিশ্বচ্যাম্পিয়নশিপে ব্যর্থ মনু, ব্যক্তিগত বিভাগে একটিও পদক পেলেন না অলিম্পিক্সে পদকজয়ী

শুটিংয়ের বিশ্বচ্যাম্পিয়নশিপে হতাশ করলেন মনু ভাকের। ব্যক্তিগত বিভাগে একটি পদকও পেলেন না অলিম্পিক্সে জোড়া পদকজয়ী ভারতীয় শুটার।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২৫ ১৬:৫৪
sports

মনু ভাকের। —ফাইল চিত্র।

শুটিংয়ের বিশ্বচ্যাম্পিয়নশিপে আশা ছিল তাঁকে নিয়ে। কিন্তু হতাশ করলেন মনু ভাকের। ব্যক্তিগত বিভাগে একটিও পদক পেলেন না অলিম্পিক্সে জোড়া পদকজয়ী ভারতীয় শুটার। দলগত বিভাগে অবশ্য একটি রুপো জিতেছেন তিনি।

Advertisement

কাইরোতে আয়োজিত প্রতিযোগিতায় ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টের ফাইনালে উঠেছিলেন মনু। একটা সময় পর্যন্ত শীর্ষে ছিলেন তিনি। দেখে মনে হচ্ছিল, পদক নিশ্চিত। কিন্তু ১৪তম শটে মাত্র ৮.৮ স্কোর করেন তিনি। এক ধাক্কায় নেমে যান তিনি। শেষ পর্যন্ত ১৩৯.৫ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে শেষ করতে হয় তাঁকে।

প্যারিস অলিম্পিক্সে ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্যক্তিগত ও মিক্সড বিভাগে ব্রোঞ্জ জিতেছিলেন মনু। তিনিই ভারতের একমাত্র মহিলা শুটার যিনি অলিম্পিক্সে পদক জিতেছেন। শুধু তাই নয়, তিনিই একমাত্র ভারতীয় যিনি এক অলিম্পিক্সে দু’টি ব্যক্তিগত পদক জিতেছেন। ২৫ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্যক্তিগত বিভাগে একটুর জন্য ব্রোঞ্জ হাতছাড়া হয় মনুর। চতুর্থ স্থানে শেষ করেন তিনি। নইলে এক অলিম্পিক্সে পদক জয়ের হ্যাটট্রিক করতেন তিনি। অলিম্পিক্সে ভাল খেলায় মনুর উপর আশা ছিল ভারতীয়দের। কিন্তু হতাশ করলেন তিনি।

হতাশ করেছেন ভারতের আর এক মহিলা শুটার এশা সিংহ। সম্প্রতি চিনে বিশ্ব গোল্ড কাপ জিতেছেন তিনি। সেই এশা শেষ করেন ষষ্ঠ স্থানে। তিনিও ১৪তম শটে গড়বড় করেন। ৮.৪ পয়েন্ট স্কোর করে পদকের লড়াই থেকে ছিটকে যান তিনি।

তবে মহিলাদের দলগত ইভেন্টে রুপো জিতেছে ভারত। মনু, এশা ও সুরুচি সিংহ দেশকে পদক এনে দিয়েছেন। ফাইনালে সবচেয়ে বেশি ৫৮৩ পয়েন্ট স্কোর করেন এশা। মনু স্কোর করেন ৫৮০ পয়েন্ট। সুরুচির স্কোর ৫৭৭। মোট ১৭৪০ পয়েন্ট স্কোর করে দ্বিতীয় স্থানে শেষ করে ভারত।

বিশ্বচ্যাম্পিয়নশিপে আপাতত পাঁচ নম্বরে রয়েছে ভারত। একটি সোনা, তিনটি রুপো ও দু’টি ব্রোঞ্জ জিতেছে তারা। ভারতের হয়ে সম্রাট রানা ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে সোনা জিতেছেন। ছ’টি সোনা, তিনটি রুপো ও দু’টি ব্রোঞ্জ নিয়ে শীর্ষে চিন।

Advertisement
আরও পড়ুন