ISL

আইএসএল ঘিরে অনিশ্চয়তা, এ বার ক্লাবের কাজকর্ম স্থগিতের সিদ্ধান্ত চেন্নাইয়িন এফসি কর্তৃপক্ষের

আইএসএল নিয়ে অনিশ্চয়তা অব্যাহত। এই পরিস্থিতিতে একের পর এক ক্লাব তাদের কাজকর্ম স্থগিত রাখার কথা ঘোষণা করছেন। ওড়িশা এফসি, বেঙ্গালুরু এফসির পর একই পথে হাঁটল চেন্নাইয়িন এফসিও।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২৫ ২২:২১
picture of football

চেন্নাইয়িন এফসি ফুটবলারদের অভিষ্যৎ অনিশ্চিত। —ফাইল চিত্র।

ওড়িশা এফসি, বেঙ্গালুরু এফসির পর চেন্নাইয়িন এফসি। আইএসএল ঘিরে অনিশ্চয়তার জেরে ক্লাবের কাজকর্ম স্থগিত রাখল দু’বারের চ্যাম্পিয়নেরা। আগেই চেন্নাইয়িন কর্তৃপক্ষ কোচ ওয়েল কোয়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। এ বার ক্লাবের সমস্ত খরচ বন্ধ করার সিদ্ধান্ত নিলেন কর্তৃপক্ষ।

Advertisement

ক্লাবের কাজকর্ম স্থগিত রাখার কথা সমাজমাধ্যমে জানিয়েছেন চেন্নাইয়িন কর্তৃপক্ষ। বলা হয়েছে, কঠিন হলেও এই সিদ্ধান্ত বর্তমান পরিস্থিতিতে প্রয়োজনীয়। চেন্নাইয়িন কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের ফলে অনিশ্চিত হয়ে পড়ল ক্লাবের ফুটবলার এবং কর্মীদের ভবিষ্যৎ।

কয়েক দিন আগেই বেঙ্গালুরু এফসি কর্তৃপক্ষ সুনীল ছেত্রীদের বেতন বন্ধ করা কথা জানিয়েছিলেন। তার আগে ওড়িশা এফসি কর্তৃপক্ষ ফুটবলার এবং কর্মীদের সঙ্গে চুক্তি স্থগিত রাখার কথা জানান। সেই পথেই এ বার হাঁটলেন চেন্নাইয়িন কর্তৃপক্ষ। এই মুহূর্তে ক্লাবের আয় না থাকায় জুলাই মাস থেকে ফুটবলার এবং কর্মীদের বেতন দেওয়া সম্ভব নয় বলে জানানো হয়েছে। আগামী ৭ অগস্ট আটটি ক্লাবের সঙ্গে বৈঠক করবেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) কর্তারা। তার আগে চেন্নাইয়িন কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত ভারতীয় ফুটবলের জন্য আরও একটি বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে।

ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড (এফএসডিএল) এবং এআইএফএফর মধ্যে চুক্তি নবীকরণের কোনও সম্ভাবনা এখনও তৈরি হয়নি। ফলে আইএসএল নিয়ে তৈরি হয়েছে জটিলতা। সুপ্রিম কোর্টের রায়ে নতুন কমিটি গঠন হতে পারে নতুন সংবিধান ঘোষণার পরেই। সমস্যা মিটতে সেপ্টেম্বর মাস হয়ে যেতে পারে। সে ক্ষেত্রে নির্দিষ্ট সময় আইএসএল শুরু হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। নতুন কমিটি তৈরির পর যে চুক্তি হবে, তা নিয়েও জটিলতা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ, মাস্টার রাইটসে অবনমনের কথা বলা নেই। ২০২৪-২৫ মরসুম থেকে অবনমন চালু হওয়ার কথা থাকলেও হয়নি। অথচ, আইএসএলকে দেশের প্রধান লিগের মর্যাদা দিয়েছিল এআইএফএফ।

Advertisement
আরও পড়ুন