Cristiano Ronaldo Jr

বাবাকে নকল! দেশের জার্সিতে প্রথম গোল করে ‘সিউ’ উচ্ছ্বাস রোনাল্ডো জুনিয়রের

খ্যাতনামী বাবার মতোই পা এবং মাথা সমান সচল ১৪ বছরের রোনাল্ডো জুনিয়রের। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে জোড়া গোল করে নিজের দক্ষতার পরিচয় দিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ছেলে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ মে ২০২৫ ১৮:২৬
picture of football

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দেশের জার্সিতে প্রথম গোল করে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নকল করল তাঁরই ছেলে রোনাল্ডো জুনিয়র। পর্তুগালের অনুর্ধ্ব-১৫ দলের হয়ে ‘ভ্লাটকো মার্কোভিচ’ আন্তর্জাতিক প্রতিযোগিতায় খেলছে রোনাল্ডো জুনিয়র। প্রথম তিনটি ম্যাচে গোল করতে পারেনি। চতুর্থ ম্যাচে আয়োজক ক্রোয়েশিয়ার বিরুদ্ধে গোল করে বাবার মতো ‘সিউ’ উৎসব করছে রোনাল্ডো জুনিয়র।

Advertisement

রবিবার প্রতিযোগিতার ফাইনালে ক্রোয়েশিয়ার মুখোমুখি হয়েছিল পর্তুগাল। হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৩-২ ব্যবধানে জিতে চ্যাম্পিয়ন হয়েছে পর্তুগাল। দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় রোনাল্ডো জুনিয়র। প্রথমার্ধে দু’টি গোল করে দু’বার দলকে এগিয়ে দেয় সে। ম্যাচের ১৩ মিনিটে দেশের জার্সি পরে প্রথম গোল করে রোনাল্ডো জুনিয়র। দুরন্ত গতিতে বাঁ দিক দিয়ে ক্রোয়েশিয়ার বক্সে ঢুকে যায় সে। এক সতীর্থের কাছ থেকে বল পায়। বল না থামিয়েই বাঁ পায়ে শট মারে। ক্রোয়েশিয়ার এক ফুটবলার তাকে ট্যাকল করার চেষ্টা করেও লাভ হয়নি। ক্রশ বল বারে লেগে গোলে ঢুকে যায়। গোল করার আনন্দে খানিকটা দৌড়ে লাফিয়ে উঠে ঠিক বাবার মতো ‘সিউ’ উৎসব করতে দেখা যায় তাকে। তার এই উচ্ছ্বাস প্রকাশের ভিডিয়ো সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছে পর্তুগালের ফুটবল সংস্থা।

রোনাল্ডো জুনিয়রের গোলে এগিয়ে গিয়েও লাভ হয়নি পর্তুগালের। ২৫ মিনিটে সমতা ফেরায় আয়োজকেরা। এর পর ৪৩ মিনিটে আবার গোল করে সিআর সেভেন-পুত্র। তার দ্বিতীয় গোলটি নিখুঁত হেড থেকে। এই গোলে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে ফাইনালের প্রথমার্ধ শেষ করে পর্তুগাল। ম্যাচের ৫৯ মিনিটে আবার সমতা ফেরায় ক্রোয়েশিয়া। শেষ পর্যন্ত ৭৮ মিনিটে কাব্রালের গোলে ট্রফি নিশ্চিত করে পর্তুগাল। খেতাব জিতলেও পর্তুগালের ফুটবল মহলে বেশি আলোচনা হচ্ছে রোনাল্ডো জুনিয়রের জোড়া গোল এবং খ্যাতনামী বাবার মতো উচ্ছ্বাস প্রকাশ নিয়ে।

Advertisement
আরও পড়ুন