Suhail Bhat- Hiroshi Ibusuki

সুহেলের জোড়া গোল নিয়ে চর্চা, ইস্টবেঙ্গলের প্রস্তুতিতে হিরোশি

শুক্রবার প্রথমার্ধেই দু’টি দৃষ্টিনন্দন গোল করেন মোহনবাগান সুপার জায়ান্টের হয়ে খেলা সুহেল। এই দুই গোল দেখে তাঁর মধ্যে ইতিমধ্য়েই ভবিষ্যতের তারকা হয়ে ওঠার স্বপ্ন দেখছেন ফুটবলপ্রেমীরা।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২৫ ০৭:১৮
ভবিষ্যদ্বাণী: সুহেলকে আগামীর তারকা বলছেন বিশেষজ্ঞরা।

ভবিষ্যদ্বাণী: সুহেলকে আগামীর তারকা বলছেন বিশেষজ্ঞরা। ছবি: এক্স।

অনূর্ধ্ব-২৩ ইন্দোনেশিয়া দলকে ভারত হারানোর পরে চব্বিশ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত। সেই ম‌্যাচের জোড়া গোলদাতা সুহেল বাটকে নিয়ে এখনও চর্চা থামছে না।

শুক্রবার প্রথমার্ধেই দু’টি দৃষ্টিনন্দন গোল করেন মোহনবাগান সুপার জায়ান্টের হয়ে খেলা সুহেল। এই দুই গোল দেখে তাঁর মধ‌্যে ইতিমধ‌্যেই ভবিষ‌্যতের তারকা হয়ে ওঠার স্বপ্ন দেখছেন ফুটবলপ্রেমীরা। সুহেলের প্রথম গোলটি আসে ৫ মিনিটে। ফ্রেংকি মিসার ভুল পাস ধরে বিপক্ষ বক্সের মধ‌্যে ঢুকে ডান পায়ের জোরালো শটে জাল কাঁপান সুহেল। ২৬ মিনিটের মাথায় ফের বিচক্ষণতার পরিচয় দেন তিনি। ভিবিন মোহনের নিচু ক্রস ধরেন আয়ুষ ছেত্রী। তিনি হাল্কা ভাবে ঠেলে দেন সুহেলের দিকে। নিজের মার্কারকে টপকে গিয়ে আর একটি রকেটের মতো শট নেন সুহেল। যা দেখে কিছুই করার ছিল না ইন্দোনেশিয়ার গোলরক্ষকের।

মহড়া: প্রথম দিনের প্রস্তুতিতে হিরোশি। শনিবার।

মহড়া: প্রথম দিনের প্রস্তুতিতে হিরোশি। শনিবার। ছবি: ইস্টবেঙ্গল।

এ দিকে শনিবার ইস্টবেঙ্গলের প্রস্তুতিতে নেমে পড়লেন জাপানি স্ট্রাইকার হিরোশি ইবুসুকি। শুক্রবার বৃষ্টির কারণে প্রস্তুতি বাতিল হয়ে গিয়েছিল। কিন্তু শনিবারই তিনি প্রস্তুতিতে নেমে পড়লেন। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সেন্টার অব এক্সেলেন্সে প্রস্তুতির পরে জাপানি স্ট্রাইকারকে নয় নম্বর জার্সি তুলে দেওয়া হয়। তাঁকে শিল্ডে নথিভুক্ত করা হয়েছে। মঙ্গলবার মশালবাহিনীর প্রতিপক্ষ নামধারি এফসি।

এ দিন শারীরিক কসরতের পরে পাসিংয়ের অনুশীলন করে লাল-হলুদ ফুটবলাররা। পরে পাস থেকে গোলে একের পর এক নেন তাঁরা। সেখানে হিরোশি বেশ কয়েকটি গোলও করেন। তবে ধোঁয়াশা রয়েছে সাউল ক্রেসপোকে নিয়ে। জানা গিয়েছে, তাঁর হ‌্যামস্ট্রিংয়ে হালকা চোট রয়েছে। তিনি এ দিন সাইডলাইনেই ছিলেন।

আরও পড়ুন