ইস্টবেঙ্গলের চার গোলদাতা। ছবি: সংগৃহীত।
অনূর্ধ্ব-১৮ যুব লিগে একই দিনে জিতল ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। ইস্টবেঙ্গল এ দিন ৪-০ গোলে হারিয়েছে এসকেএমএসএফ (কালনা)-কে। অন্য দিকে মোহনবাগান ২-০ গোলে হারিয়েছে এআইএফএফ-ফিফা ট্যালেন্ট অ্যাকাডেমিকে।
যুব লিগে টানা তিনটি ম্যাচে জিতল ইস্টবেঙ্গল। প্রথম ম্যাচে তারা ৫-০ গোলে হারিয়েছিল কেশব উমা চ্যারিটেবল ট্রাস্ট এফএ-কে। গোল করেছিলেন সাহিল খান, ইয়াকেশ টোপনো, স্যামুয়েল হাওকিপ, নারিয়ামবাম অভিজিৎ এবং প্রীতম গাইন।
দ্বিতীয় ম্যাচে ২-০ গোলে হারিয়েছিল ডায়মন্ড হারবারকে। গোল করেছিলেন সাহিল খান এবং জেমস চংলৈ।
সোমবার হারাল কালনার ক্লাবকে। গোল করেছেন প্রীতম গাইন, হামতে, সাহিন খান এবং নয়ন ছেত্রী।
মোহনবাগানের হয়ে গোল করেছেন জয়ন্ত মণ্ডল এবং টি হাওকিপ।