Oscar Bruzon at East Bengal

আইএসএলে ন’নম্বরে! কোচ ব্রুজ়োকে নিয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলল ইস্টবেঙ্গল

গত বছর আইএসএলে ন’নম্বরে শেষ করেছিল ইস্টবেঙ্গল। মরসুমের মাঝপথে কোচের দায়িত্ব নিয়েছিলেন অস্কার ব্রুজ়ো। তাঁর ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলল লাল-হলুদ।

Advertisement
শেষ আপডেট: ২৯ মে ২০২৫ ১৯:১১
football

অস্কার ব্রুজ়ো। —ফাইল চিত্র।

গত মরসুমে যতটুকু সুযোগ পেয়েছিলেন, তার মধ্যেই দলকে ভাল জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন অস্কার ব্রুজ়ো। তাঁর উপর ভরসা রেখেছে ইস্টবেঙ্গল। প্রধান কোচ হিসাবে তাঁর চুক্তি বাড়িয়েছে তারা। আরও এক বছর লাল-হলুদে থাকবেন ব্রুজ়ো। বৃহস্পতিবার এই ঘোষণা করেছে ইস্টবেঙ্গল। ঘটনাচক্রে, বৃহস্পতিবারই ব্রুজ়োর জন্মদিন। বিশেষ দিনে সুখবর পেলেন তিনি।

Advertisement

একটি বিবৃতিতে ইস্টবেঙ্গল জানিয়েছে, ২০২৫-২৬ মরসুম পর্যন্ত ব্রুজ়োর চুক্তি বাড়ানো হয়েছে। তাঁর অধীনে গত মরসুমে গ্রুপ শীর্ষে থেকে এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছিল ইস্টবেঙ্গল। আইএসএলে যে ২৮ পয়েন্ট তারা পেয়েছে তা এসেছে ব্রুজ়োর কোচিংয়েই। সেই কারণে তাঁর উপর ভরসা রাখছে ক্লাব।

গত বার আইএসএলে প্রথম পাঁচ ম্যাচ হেরেছিল ইস্টবেঙ্গল। তার পরেই প্রধান কোচ কার্লেস কুয়াদ্রাতকে ছেঁটে ফেলে ক্লাব। নতুন কোচ করা হয় ব্রুজ়োকে। প্রথম ম্যাচই ছিল ডার্বি। মোহনবাগানের কাছে সেই ম্যাচ হারেন তিনি। তবে তার পরে ধীরে ধীরে দলকে জয়ে ফেরান ব্রুজ়ো। একটা সময় প্লে-অফে ওঠার সুযোগও ছিল ইস্টবেঙ্গলের। কিন্তু শেষ পর্যন্ত ন’নম্বরে শেষ করে তারা। ২৪ ম্যাচে আট জয়, চার ড্র ও ১২ হারে ২৮ পয়েন্ট পায় তারা।

ব্রুজ়োকে যে ইস্টবেঙ্গলের কোচ রাখা হবে তা গত মরসুমের পরেই বোঝা গিয়েছিল। ক্লেটন সিলভার সঙ্গে বারপুজোর অনুষ্ঠানের পর প্রকাশ্যে বিবাদ হয় ব্রুজ়োর। তার পরেই সিলভাকে ছেড়ে দেয় ইস্টবেঙ্গল। তখনই বোঝা গিয়েছিল, ব্রুজ়োর থাকা প্রায় নিশ্চিত। তাতেই সিলমোহর দিল ক্লাব।

চুক্তি বৃদ্ধির পর ব্রুজ়ো বলেন, “ইস্টবেঙ্গল আমার উপর ভরসা রেখেছে। গত মরসুমে শুরুটা খারাপ হয়েছিল। তার পরেও আমরা দলগত খেলা দেখিয়েছি। একসঙ্গে লড়েছি। এ বার শুরু থেকেই ভাল খেলার চেষ্টা করব। সমর্থকেরা গোটা মরসুম আমাদের পাশে থেকেছেন। তাঁদের মুখে হাসি ফোটাতে চাই।”

Advertisement
আরও পড়ুন