East Bengal

আবার ইতিহাস ইস্টবেঙ্গলের, মেয়েদের সাফ ক্লাব কাপে চ্যাম্পিয়ন লাল-হলুদ, নেপালের ক্লাবকে হারিয়ে আন্তর্জাতিক ট্রফি

আবার সফল ইস্টবেঙ্গলের মহিলা দল। শনিবার কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে নেপালের এপিএফ ক্লাবকে ৩-০ গোলে হারিয়ে দিল ইস্টবেঙ্গল। প্রথম আন্তর্জাতিক ট্রফি জিতল তারা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২৫ ১৯:৪২
football

ইস্টবেঙ্গলের মহিলা ফুটবলারদের উচ্ছ্বাস। ছবি: সমাজমাধ্যম।

আবার সফল ইস্টবেঙ্গলের মহিলা দল। শনিবার কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে নেপালের এপিএফ ক্লাবকে ৩-০ গোলে হারিয়ে দিল ইস্টবেঙ্গল। জোড়া গোল নাইজেরীয় স্ট্রাইকার ফাজ়িলা ইকওয়াপুটের। একটি গোল করেছেন সিল্কি দেবী। মহিলাদের ফুটবলে ইস্টবেঙ্গল যে এখন অন্যতম শক্তি তা আরও এক বার প্রমাণ হয়ে গেল।

Advertisement

লিগ পর্বে এপিএফের বিরুদ্ধে ড্র করেছিল ইস্টবেঙ্গল। তবে ফাইনালে দাপট দেখাল তারাই। ঘরের দলকে সমর্থন করতে কাঠমান্ডুর স্টেডিয়ামে প্রচুর সমর্থক এসেছিলেন। কয়েক জন ইস্টবেঙ্গলের সমর্থককেও দেখা গিয়েছে।

২১ মিনিটে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন ফাজিলা। তাঁর জোরালো শট ধরতে পারেননি বিপক্ষের গোলকিপার অঞ্জনা। হাতের তলা দিয়ে বল গোলে ঢুকে যায়। ৩৫ মিনিটে দ্বিতীয় গোল সিল্কির। ডান দিক থেকে ভেসে আসা ক্রসে মাথা ঠেকিয়ে গোল করেন সিল্কি। প্রথমার্ধেই দু’গোলে এগিয়ে গিয়ে অনেকটাই সুবিধা পেয়ে যায় ইস্টবেঙ্গল।

দ্বিতীয়ার্ধেও দাপট বজায় রাখে তারা। খেলা শুরুর কয়েক সেকেন্ডের মধ্যেই নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোল করেন ফাজ়িলা। এ বারও ভুল করেন বিপক্ষ গোলকিপার। ফাজ়িলার শট বাঁচাতে পারেননি তিনি। ৫৬ মিনিটে হ্যাটট্রিক করার সুযোগ এসেছিল ফাজ়িলার সামনে। একা গোলকিপারকে পেয়েও গোল করতে পারেননি ফাজ়িলা।

বাকি ম্যাচে বেশ কয়েক বার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি ইস্টবেঙ্গল। সাফ ক্লাব প্রতিযোগিতার প্রথম ম্যাচে ভুটানের ট্রান্সপোর্ট ইউনাইটেডকে ৪-০ গোলে হারিয়েছিল ইস্টবেঙ্গল। পরের ম্যাচে করাচি সিটিকে হারায় ২-০ গোলে। তৃতীয় ম্যাচে বাংলাদেশের নাসরিন স্পোর্টস অ্যাকাডেমিকে পরাস্ত করে ৭-০ গোলে। গ্রুপের শেষ ম্যাচে এপিএফের বিরুদ্ধে গোল শূন্য ড্র করে। ফাইনালে বাজিমাত করল ইস্টবেঙ্গল। গোটা প্রতিযোগিতায় ইস্টবেঙ্গল একটিও গোল খায়নি। গোল করেছে ১৬টি। তার মধ্যে একাই ৯টি গোল করেছেন ফাজ়িলা। এ ছাড়া সুলঞ্জনা রাউল ৩টি, রেস্টি নানজ়িরি ২টি, জ্যোতি চৌহান ১টি এবং সিল্কি দেবী ১টি গোল করেছেন।

পুরুষ এবং মহিলা, দুই দল মিলিয়ে এই নিয়ে মোট পাঁচ বার আন্তর্জাতিক ট্রফি জিতল ইস্টবেঙ্গল। ১৯৮৫ সালে কলম্বোয় কোকা কোলা কাপ জিতেছিল পুরুষ দল। এর পর ১৯৯৩-এ নেপালে ওয়াই ওয়াই কাপ, ২০০৩-এ ইন্দোনেশিয়ায় আসিয়ান ক্লাব কাপ, ২০০৪-এ নেপালে সান মিগুয়েল আন্তর্জাতিক কাপ জিতেছিল পুরুষ দল। মহিলা দল এই প্রথম আন্তর্জাতিক ট্রফি জিতল।

ভারতীয় ফুটবল পুরুষ এবং মহিলা দুই দলই আন্তর্জাতিক ট্রফি জিতেছে, এমন নজির আর কোনও ক্লাবের নেই। সে দিক থেকে ভারতীয় ফুটবলে নতুন ইতিহাস তৈরি হল ইস্টবেঙ্গলের হাত ধরে।

Advertisement
আরও পড়ুন