Anwar Ali

আনোয়ার আলির ‘চুক্তিভঙ্গ’ নিয়ে ফিফার পদক্ষেপ, চিঠি দিয়ে জানানো হল মোহনবাগানকে

আনোয়ারের চুক্তি নিয়ে ফেডারেশনের কাছ থেকে সাহায্য পাচ্ছে না, অভিযোগ করে ফিফার দ্বারস্থ হয়েছিল মোহনবাগান। সেই চিঠির জবাব দিয়ে ফিফা জানিয়েছে, তারা এই নিয়ে ভারতীয় ফুটবল ফেডারেশনের সঙ্গে কথা বলবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৫ ১৯:৫৫
Anwar Ali

আনোয়ার আলি। —ফাইল চিত্র

আনোয়ার আলি ইস্যুতে এ বার পদক্ষেপ করল ফিফা। মোহনবাগানের চিঠি পেয়ে ফিফা জানিয়েছে, তারা এই বিষয়ে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সঙ্গে কথা বলবে।

Advertisement

আনোয়ারের চুক্তি নিয়ে ফেডারেশনের কাছ থেকে কোনও রকম সাহায্য পাচ্ছে না, এই অভিযোগ করে ফিফার দ্বারস্থ হয়েছিল মোহনবাগান। তারা প্রতিকার চেয়ে ফিফাকে চিঠি লিখেছিল। বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা সেই চিঠির জবাব দিয়ে মোহনবাগানকে জানিয়েছে, যাতে দ্রুত বিষয়টির নিষ্পত্তি হয়, সে ব্যাপারে তারা ভারতীয় ফুটবল ফেডারেশনের সঙ্গে কথা বলবে।

দু’বছর আগে ডিফেন্ডার আনোয়ার ইস্টবেঙ্গলে যোগ দিয়েছিলেন। মোহনবাগানের অভিযোগ ছিল, তাদের চুক্তি ভেঙে অনৈতিক ভাবে লাল-হলুদ জার্সিতে খেলেছেন আনোয়ার। বিষয়টি নিয়ে ফেডারেশনের দ্বারস্থ হয় মোহনবাগান। তাদের অভিযোগ, ফেডারেশনও বিষয়টি অ্যাপিল কমিটিতে ঝুলিয়ে রেখেছে। এখনও এর নিষ্পত্তি হয়নি।

ফেডরেশন জানায়, যেহেতু অ্যাপিল কমিটির চেয়ারম্যান পদত্যাগ করেছেন, তাই এই কমিটির কোনও অস্তিত্বই নেই। কিন্তু মোহনবাগানের প্রশ্ন, নতুন কমিটি গড়া হয়নি কেন? এই দায়িত্ব তো ফেডারেশনেরই। তার দায় তো মোহনবাগানের হতে পারে না। সবুজ-মেরুন প্রশ্ন তোলে, কেন অহেতুক তাদের ভুগতে হবে?

এর পর আনোয়ারের চুক্তিভঙ্গ নিয়ে ফিফাকে চিঠি দেয় মোহনবাগান। তার জবাব দিয়েছে ফিফা।

Advertisement
আরও পড়ুন