Cristiano Ronaldo

নিয়ম থাকা সত্ত্বেও কেন শাস্তি হল না রোনাল্ডোর, কোন সমীকরণে বিশ্বকাপে খেলা সম্ভব হচ্ছে সিআর সেভেনের

বিশেষ কারণে ফিফা শর্তসাপেক্ষে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর শাস্তির উপর স্থগিতাদেশ দিয়েছে। যা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। বিশ্বকাপের পরই বান্ধবী জর্জিনা রড্রিগেজ়কে বিয়ে করবেন সিআর সেভেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২৫ ২২:০৭
picture of Cristiano Ronaldo

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। —ফাইল চিত্র।

বান্ধবী জর্জিনা রড্রিগেজ়কে বিয়ে করতে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ন’বছরের সম্পর্কে জর্জিনাকে বেশ কয়েক বার ‘স্ত্রী’ বলে সম্বোধন করলেও আনুষ্ঠানিক ভাবে এত দিন বিয়ে করেননি সিআর সেভেন। আগামী বিশ্বকাপের পর বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন রোনাল্ডো। অন্য দিকে, ফিফা তাঁর শাস্তি শর্তসাপেক্ষে কমানোয় আগামী বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই খেলতে পারবেন। বিশেষ কারণে এই সিদ্ধান্ত নিয়েছে ফিফা। যা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।

Advertisement

বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে লাল কার্ড দেখেন রোনাল্ডো। ফলে যোগ্যতা অর্জন পর্বের শেষ ম্যাচে আর্মেনিয়ার বিরুদ্ধে খেলতে পারেননি তিনি। প্রাথমিক ভাবে তিন ম্যাচের জন্য নিলম্বিত (সাসপেন্ড) করা হয়েছিল রোনাল্ডোকে। ফলে আগামী বিশ্বকাপে দেশের হয়ে প্রথম দু’টি ম্যাচে খেলা অনিশ্চিত হয়ে পড়েছিল রোনাল্ডোর। তবে ফিফা তাঁকে কিছুটা স্বস্তি দিয়েছে। পরের দু’টি ম্যাচের শাস্তি এখনও লাগু হচ্ছে না। তবে আগামী এক বছরের মধ্যে একই অপরাধ করলে শাস্তি পেতে হবে তাঁকে। রোনাল্ডো যেহেতু একটি ম্যাচ খেলেননি, তাই বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকে মাঠে নামতে আপাতত বাধা রইল না।

রোনাল্ডোর মতো ফুটবলার যাতে বিশ্বকাপের প্রথম থেকেই খেলতে পারেন, তা নিশ্চিত করতে এমন পদক্ষেপ করেছে ফিফা। কিন্তু কেন সুর নরম করল ফিফা? ফিফার পক্ষ থেকে সরকারি ভাবে জানানো হয়েছে, ‘‘শৃঙ্খলারক্ষা নিয়মাবলির ২৭ নম্বর ধারা অনুযায়ী শাস্তির উপর স্থগিতাদেশ দেওয়া হয়েছে। তবে আগামী এক বছরের মধ্যে একই রকম অপরাধ করলে স্থগিতাদেশ তুলে নেওয়া হবে এবং রোনাল্ডোকে দু’ম্যাচের শাস্তি ভোগ করতে হবে। ২৭ নম্বর ধারা অনুযায়ী, কোনও খেলোয়াড়কে কনুই বা ঘুসি মারলে, কামড়ালে বা থুতু দিলে তিন ম্যাচের জন্য নিলম্বিত করা হয়। সিদ্ধান্ত পুনর্বিবেচনার অধিকার রয়েছে ফিফার বিচার বিভাগীয় কমিটির।

ফিফার এই সিদ্ধান্তের এক সপ্তাহ আগে রোনাল্ডো সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিন সলমনের সঙ্গে গিয়েছিলেন হোয়াইট হাউসে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নৈশভোজে উপস্থিত ছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্টিনোও। মনে করা হচ্ছে, সেই নৈশভোজেই রোনাল্ডোর শাস্তি নিয়ে কোনও সমঝোতা হয়ে থাকতে পারে। কারণ আগামী বিশ্বকাপের মূল আয়োজন আমেরিকা। রোনাল্ডোর মতো ফুটবলার প্রথম দু’টি ম্যাচেই খেলতে পারবেন না, তা সম্ভবত চাইছেন না ট্রাম্প। কারণ ২০২৬ সালের বিশ্বকাপই রোনাল্ডোর শেষ বিশ্বকাপ হতে পারে। ফিফাও তাঁকে প্রতিযোগিতার শুরু থেকে চায়। মনে করা হচ্ছে, নৈশভোজে সমঝোতার পরই সিআর সেভেনের শাস্তি কমানোর উদ্যোগ নেন ফিফা সভাপতি। আইনের ফাঁক খুঁজে বের করা হয়েছে উপায়। যদিও ফিফার এই সিদ্ধান্ত ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। ফুটবল মহলের একাংশের অভিযোগ, রোনাল্ডোর জন্য ঘুরপথে শাস্তি কমানো হয়েছে।

রোনাল্ডোর শাস্তিতে স্থগিতাদেশে তাঁর ভক্তেরা যেমন স্বস্তি পেয়েছেন, তেমনই আনন্দ পেয়েছেন ইংল্যান্ডের সংবাদমাধ্যম ‘দ্য সান’-এর একটি প্রতিবেদনে। তাতে বলা হয়েছে, আগামী বিশ্বকাপের পরই জর্জিনাকে বিয়ে করবেন সিআর সেভেন। তাঁর জন্মভূমি মাদেইরার ফুনচালের ৫১১ বছরের পুরনো একটি গির্জায় হবে বিয়ের অনুষ্ঠান। যে হাসপাতালে রোনাল্ডোর জন্ম, তার ২ কিলোমিটার দূরে অবস্থিত গির্জাটি। এটাই মাদেইরার সবচেয়ে পুরনো ক্যাথিড্রাল। উল্লেখ্য, গত অগস্টে রোনাল্ডো-জর্জিনার বাগ্‌দান সম্পন্ন হয়েছে। তাঁদের দুই সন্তানও রয়েছে। সব মিলিয়ে রোনাল্ডোর অবশ্য পাঁচ সন্তান। বিয়ের দিন অবশ্য এখনও জানা যায়নি।

Advertisement
আরও পড়ুন