East Bengal Releases Hiroshi Ibusuki

এক বছরের চুক্তিতে নিয়ে চার মাসেই জাপানি ফুটবলারকে ছেড়ে দিল ইস্টবেঙ্গল, আইএসএলের আগে ঘোষণা লাল-হলুদের

গত বছর সেপ্টেম্বর মাসে জাপানের স্ট্রাইকার হিরোশি ইবুসুকিকে সই করিয়েছিল ইস্টবেঙ্গল। কিন্তু লাল-হলুদের হয়ে খুব একটা ভাল খেলতে পারেননি তিনি। সেই কারণেই তাঁকে ছাঁটাই করল ক্লাব।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২৬ ২৩:১২
football

হিরোশি ইবুসুকি। ছবি: এক্স।

ফাটল না জাপানি বোমা। আইএসএলের আগে জাপানের স্ট্রাইকার হিরোশি ইবুসুকিকে ছেড়ে দিল ইস্টবেঙ্গল। বৃহস্পতিবার সমাজমাধ্যমে এই কথা জানিয়েছে তারা। গত বছর সেপ্টেম্বর মাসে জাপানের স্ট্রাইকারকে সই করিয়েছিল ইস্টবেঙ্গল। এক বছরের চুক্তি ছিল তাঁর। কিন্তু লাল-হলুদের হয়ে খুব একটা ভাল খেলতে পারেননি তিনি। সেই কারণেই মাত্র চার মাস পরেই তাঁকে ছাঁটাই করল ক্লাব।

Advertisement

সমাজমাধ্যমে হিরোশির দু’টি ছবি দিয়ে ইস্টবেঙ্গল লিখেছে, “হিরোশির সঙ্গে আলোচনার মাধ্যমে সম্পর্ক ছিন্ন করেছে ইস্টবেঙ্গল। আমাদের ক্লাবে খেলার সময় তাঁর পেশাদারিত্বের জন্য তাঁকে ধন্যবাদ। তাঁর উজ্জ্বল ভবিষ্যতের কামনা করি।”

হিরোশিকে যে ইস্টবেঙ্গল ছাড়তে চলেছে তার আগাম ইঙ্গিত পাওয়া গিয়েছিল। কয়েক দিন আগে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে বিমানযাত্রার একটি ছবি পোস্ট করেন হিরোশি। সেই ছবি ভাইরাল হয়ে যায়। ইস্টবেঙ্গল সমর্থকদের একাংশ দাবি করেন, হিরোশি নিজের দেশে ফিরে গিয়েছেন। সেই বিষয়েই এ বার সরকারি বিবৃতি দিল লাল-হলুদ।

অস্ট্রেলিয়ার এ লিগের দল ওয়েস্টার্ন ইউনাইটেড থেকে ইস্টবেঙ্গলে যোগ দিয়েছিলেন হিরোশি। অস্ট্রেলিয়ার ক্লাবটির হয়ে ১২০টি গোল রয়েছে তাঁর। জাপানের কাশিওয়া রিসোল থেকে ফুটবলজীবন শুরু করেন হিরোশি। এর পর স্পেনের ক্লাব জিরোনা এফসি-তে যোগ দেন। রিয়েল জারাগোজা বি এবং সিই সাবাদেলে লোনে খেলেছেন। ২০১১ সালে হিরোশি যোগ দেন সেভিয়ায়। প্রথমে তিনি রিজ়ার্ভ দলে ছিলেন। এর পর রিয়েল বেটিসের বিরুদ্ধে ডার্বিতে অভিষেক হয় তাঁর। বেলজিয়ামের ইউবেন এবং ভ্যালেন্সিয়া রিজ়ার্ভ দলের হয়েও খেলেছেন তিনি। ২০১৪ সালে জাপানে ফিরে আলবিরেক্স নিগাতা, ইউনাইটেড চিবা, শোনান বেলামরের মতো ক্লাবে খেলেছেন হিরোশি।

গ্রিসের স্ট্রাইকার দিমিত্রিয়স দিয়ামানতাকোসের পরিবর্ত হিসাবে হিরোশিকে নিয়েছিল ইস্টবেঙ্গল। কিন্তু তাঁর উপর ভরসা দেখাতে পারছেন না কোচ অস্কার ব্রুজ়ো। ১৪ ফেব্রুয়ারি থেকে আইএসএল শুরু হওয়ার কথা। তার আগেই বিদেশি স্ট্রাইকারকে ছেড়ে দিল ইস্টবেঙ্গল। এখন দেখার হিরোশির পরিবর্ত হিসাবে কাকে নেয় লাল-হলুদ।

Advertisement
আরও পড়ুন