East Bengal Vs Diamond Harbour in CFL

আদালতে ধাক্কা ডায়মন্ড হারবারের, কলকাতা লিগে গত মরসুমে ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন ঘোষণায় বাধা নেই, জানাল হাই কোর্ট

শুক্রবার কলকাতা হাই কোর্টের বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্য জানান, জেলা আদালত ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের আবেদনে যে অন্তর্বর্তিকালীন নিষেধাজ্ঞা জারি করেছিল, তা বাতিল করা হল।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৫ ২১:১৬
football

ইস্টবেঙ্গল সমর্থকদের উল্লাসের একটি চিত্র। ছবি: সমাজমাধ্যম।

কলকাতা হাই কোর্টে ধাক্কা খেল ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব। কলকাতা ফুটবল লিগের গত মরসুমে ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন ঘোষণার সিদ্ধান্তে বাধা দেওয়া যাবে না, এমনটাই নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। শুক্রবার হাই কোর্টের বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্য জানান, জেলা আদালত ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের আবেদনে যে অন্তর্বর্তিকালীন নিষেধাজ্ঞা জারি করেছিল, তা বাতিল করা হল।

Advertisement

ডায়মন্ড হারবার এফসি অভিযোগ করেছিল, ফেব্রুয়ারি মাসে টানা কয়েক দিনে তাদের কলকাতা ফুটবল লিগ, রিলায়্যান্স ফাউন্ডেশন লিগ ও আই লিগ ২-এর একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে হয়েছে। ফলে ফুটবলারেরা শারীরিক ভাবে ফিট ছিলেন না। ডায়মন্ড হারবার ক্লাব আইএফএ-কে ইস্টবেঙ্গল ম্যাচ পিছোনোর অনুরোধ করে। কিন্তু তারা তা মঞ্জুর করেনি। ডায়মন্ড হারবারের অভিযোগ, ইস্টবেঙ্গলকে অন্যায় ভাবে গত মরসুমে কলকাতা চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে।

আলিপুর জেলা আদালত প্রথমে ডায়মন্ড হারবারের পক্ষে রায় দেয়। আদালত জানিয়ে দেয়, ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন ঘোষণা করা যাবে না।

আলিপুর জেলা আদালতের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আইএফএ হাই কোর্টের দ্বারস্থ হয়। শুক্রবার রায় ঘোষণা করে হাই কোর্ট জানায়, জেলা আদালত যথাযথ কারণ ছাড়াই অন্তর্বর্তিকালীন নির্দেশ দিয়েছিল, যা আইনসম্মত নয়।

এই প্রসঙ্গে আইএফএ-র সচিব অনির্বাণ দত্ত জানান, আদালতের রায়ের প্রতিলিপি হাতে না পাওয়া পর্যন্ত এই বিষয়ে তাঁরা কোনও সিদ্ধান্ত নিতে পারবেন না।

গত বার কলকাতা লিগে ডায়মন্ড হারবার খেলতে চায়নি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। আই লিগ ২-এর ম্যাচ থাকায় আইএফএ-কে ইস্টবেঙ্গল ম্যাচের দিন বদলের অনুরোধ করেছিল ডায়মন্ড হারবার। তা করা হয়নি। ডায়মন্ড হারবারও খেলেনি। ভবানীপুর আগেই ইস্টবেঙ্গলকে ওয়াকওভার দিয়েছিল। ফলে ৪৭ পয়েন্টে শেষ করেছিল ইস্টবেঙ্গল। তাদের চ্যাম্পিয়নও ঘোষণা করে দিয়েছিল আইএফএ। সেই সিদ্ধান্তের বিরুদ্ধেই জেলা আদালতে যায় ডায়মন্ড হারবার।

Advertisement
আরও পড়ুন