Women Asian Cup

এশিয়ান কাপ ফুটবলের মূল পর্বে মেয়েরা

২৭ মিনিটের মাথায় প্রতিআক্রমণে উঠে ক্রস রাখেন নেহা। সেই বল পূজার হাঁটুতে লেগে গোলে চলে যায়।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১১ অগস্ট ২০২৫ ০৮:০৮
এশিয়ান কাপে যোগ্যতা অর্জন করার পর উল্লাস মহিলা ফুটবলারদের।

এশিয়ান কাপে যোগ্যতা অর্জন করার পর উল্লাস মহিলা ফুটবলারদের। ছবি: এআইএফএফ।

মেয়েদের এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপে দীর্ঘ দু’দশক পরে যোগ‌্যতা অর্জন করল ভারত। কয়েক দিন আগেই সিনিয়র মহিলা দল তাইল‌্যান্ডকে হারিয়ে এই কৃতিত্ব ঘটিয়েছিল। রবিবার গ্রুপ ‘ডি’-র শেষ ম‌্যাচে আয়োজক মায়ানমারকে ১-০ হারাল ভারত। ২৭ মিনিটে একমাত্র গোলটি করেন পূজা।

গ্রুপের প্রথম ম‌্যাচে তুর্কমেনিস্তানকে ৭-০ গোলে হারায় ভারত। পরের ম‌্যাচ ইন্দোনেশিয়ার বিরুদ্ধে গোলশূন‌্য ড্র হয়। রবিবার মায়ানমারকে হারিয়ে সাত পয়েন্ট পেয়ে যোগ‌্যতা অর্জন করে ভারতের যুব মেয়েরা। প্রথমার্ধে দাপট দেখান পূজারা। ২৭ মিনিটের মাথায় প্রতিআক্রমণে উঠে ক্রস রাখেন নেহা। সেই বল পূজার হাঁটুতে লেগে গোলে চলে যায়।

দ্বিতীয়ার্ধে মাঠে দেখা যায় সম্পূর্ণ অন‌্য মায়ানমারকে। ঘরের মাঠে ৪৮ মিনিটের মাথায় সুযোগ পেয়ে গিয়েছিল মায়ানমার। কিন্তু তা থেকে বিপদ ঘটেনি। আয়োজকরা চাপ বাড়ালেও ভারতের ডিফেন্ডারদের পরাস্ত করতে পারেনি। প্রসঙ্গত এর আগে দু’ম‌্যাচে একটিও গোল হজম করেননি ভারতের গোলরক্ষক মোনালিসা দেবী মৈরাংথেম। সংযুক্ত সময়ে শিবানী দেবীর ক্রস থেকে সুলঞ্জনা রাউল হেড করলেও সেই বল ক্রসবারে লাগে। ফলে ব‌্যবধান বাড়েনি। কিন্তু আসল কাজটি করে ফেললেন সুলঞ্জনা রাউলরা।

এশিয়ান কাপে যোগ‌্যতা অর্জনের জন‌্য মহিলা দলকে প্রায় ২১ লক্ষ ৯০ হাজার টাকা আর্থিক পুরস্কারদেবে ফেডারেশন।

আরও পড়ুন