India beats Mongolia by 13-0

১৩ গোলের বন‍্যা! মঙ্গোলিয়াকে রেকর্ড গড়ে হারাল ভারতের মহিলা দল, একাই পাঁচ গোল করলেন পেয়ারি

পুরুষ দলের এশিয়ান কাপের মূলপর্বে খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে ভারতের মহিলা ফুটবল দল এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বটা শুরু করল দারুণ ভাবে। তাইল্যান্ডের চিয়াং মাই স্টেডিয়ামে মঙ্গোলিয়াকে তারা হারাল ১৩-০ গোলে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ জুন ২০২৫ ১৮:০২
football

ভারতের মহিলা ফুটবলারদের উচ্ছ্বাস। ছবি: সংগৃহীত।

পুরুষ দলের এশিয়ান কাপের মূলপর্বে খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে ভারতের মহিলা ফুটবল দল এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বটা শুরু করল দারুণ ভাবে। তাইল্যান্ডের চিয়াং মাই স্টেডিয়ামে মঙ্গোলিয়াকে তারা হারাল ১৩-০ গোলে। মহিলাদের এশিয়ান কাপে এটাই ভারতের বৃহত্তম জয়। এর আগে দু’বার (১৯৯৭, ২০০৫) তারা ১০-০ ব্যবধানে গুয়ামকে হারিয়েছিল।

Advertisement

একাই পাঁচটি গোল করেছেন স্ট্রাইকার পেয়ারি ঝাঝা। দু’টি করে গোল করেছেন সৌম্যা গুগুলথ এবং প্রিয়দর্শিনী সেল্লাদুরাই। একটি করে গোল সঙ্গীতা বাসফোর, রিম্পা হালদার, মালবিকা এবং গ্রেস ডাংমেইয়ের।

সৌম্যার ক্রস থেকে গোল করে ভারতকে এগিয়ে দেন সঙ্গীতা। দ্বিতীয় গোল করেন সৌম্যাই। তিনি রিম্পার ক্রস থেকে ভলি মেরে গোল করেন। বিরতির আগে দু’টি গোল করেন পেয়ারি।

দ্বিতীয়ার্ধে ভারত আক্রমণের ঝাঁজ আরও বাড়িয়ে দেয়। গ্রেসের ক্রস থেকে হ্যাটট্রিক করেন পেয়ারি। ৫৫ মিনিটের মধ্যে আরও দু’টি গোল করেন পেয়ারি। ভারতের অষ্টম গোল সৌম্যার।

এর পর ভারতের কোচ ক্রিসপিন ছেত্রী কিছু বদল করেন। সেন্টার ব্যাক পূর্ণিমা কুমারী, প্রিয়দর্শিনী এবং মালবিকাকে নিয়ে আসেন। পরে রঞ্জনা চানু এবং গোলকিপার মোনালিসা দেবীও মাঠে নামেন।

খেলার শেষ দিকে রিম্পা, মালবিকা এবং প্রিয়দর্শিনী একটি করে গোল করেন। গ্রেসের পেনাল্টি থেকে ১২তম গোল আসে। এর পর প্রিয়দর্শিনী নিজের দ্বিতীয় এবং দলের ১৩তম গোলটি করেন।

Advertisement
আরও পড়ুন