উৎসব: প্রথম গোলের পরে এমবাপে। সঙ্গী বেলিংহাম। গেটি ইমেজেস।
লা লিগা
রিয়াল ৪-০ ভ্যালেন্সিয়া
অপ্রতিরোধ্য কিলিয়ান এমবাপে। ভয়ঙ্কর রিয়াল মাদ্রিদ। শনিবার রাতে ভ্যালেন্সিয়াকে ৪-০ চুর্ণ করে লা লিগার পয়েন্ট টেবলে শীর্ষ স্থান দখলে রাখল জাবি আলন্সোর দল। জোড়া গোল করে ম্যাচের সেরা এমবাপে। তবে পেনাল্টি নষ্ট করলেন ভিনিশিয়াস জুনিয়র।
সান্তিয়াগো বের্নাবাউয়ে ম্যাচের শুরু থেকেই রিয়ালের আক্রমণের ঝড়ে বিপর্যস্ত হয়ে পড়ে ভ্যাসেন্সিয়া। ৩১ মিনিটের মধ্যেই ২-০ এগিয়ে যান জুড বেলিংহামরা। ১৯ মিনিটে পেনাল্টি থেকে এমবাপে ১-০ করেন। ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোর কর্নার হাতে লাগে ডিফেন্ডার সিজ়ার তারেগার। পেনাল্টির নির্দেশ দেন রেফারি। গোল করেন এমবাপে। ৩১ মিনিটে আর্দা গুলেরের ক্রস থেকে ভলিতে ২-০ করেন ফরাসি তারকা। চলতি লা লিগায় ১৩টি গোল করলেন এমবাপে। চ্যাম্পিয়ন্স লিগে এখনও পর্যন্ত করেছেন পাঁচটি। রিয়ালের হয়ে প্রথম ৪৫ ম্যাচে এমবাপে ৪৪ গোল করে টপকে গেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। রিয়ালের জার্সিতে সি আর সেভেন প্রথম ৪৫ ম্যাচে গোল করেছিলেন ৪৩টি। এমবাপের দ্বিতীয় গোলের পরে ফের পেনাল্টি পেয়েছিল রিয়াল। কিন্তু ভিনিশিয়াসের শট আটকে দেন ভ্যালেন্সিয়ার গোলরক্ষক। ৪৪ মিনিটে ব্যবধান বাড়ান বেলিংহ্যাম।
দ্বিতীয়ার্ধে অবশ্য গতি কমিয়ে খেলতে শুরু করে রিয়াল। তা সত্ত্বেও ৮২ মিনিটে ৪-০ করেন আলভারো কারেরাস। এই জয়ের ফলে ১১ ম্যাচ থেকে ৩০ পয়েন্ট অর্জন করে শীর্ষ স্থান দখলে রাখল রিয়াল। চলতি মরসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে ১৩তম জয় রিয়ালের। লা লিগায় ১১টি ম্যাচের মধ্যে এমবাপেরা জিতেছেন ১০টি। চ্যাম্পিয়ন্স লিগের তিনটি ম্যাচের তিনটিতেই জিতেছে রিয়াল।