Lionel Messi

দর্শক মেসি, ফ্রেন্ডলি ম্যাচে জয় আর্জেন্টিনার

মেসিকে কেন বিশ্রাম দেওয়া হল? স্কালোনির উত্তর, ‘‘মেসিকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত আমার। ওকে এই ম্যাচে প্রয়োজন ছিল না। আমরা রিজ়ার্ভ বেঞ্চকে দেখে নিতে চেয়েছি। দেখতে চেয়েছি মেসিকে ছাড়া দল কেমন খেলে।’’

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২৫ ০৭:৩১
জুটি: আর্জেন্টিনার ম্যাচে গ্যালারিতে সস্ত্রীক মেসি।

জুটি: আর্জেন্টিনার ম্যাচে গ্যালারিতে সস্ত্রীক মেসি। ছবি: ইনস্টাগ্রাম।

মায়ামিতে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে ভেনেজ়ুয়েলার বিরুদ্ধে ১-০ জিতল আর্জেন্টিনা। জিয়োভানি লো সেলসোর গোলে জয় নিশ্চিত করে নীল-সাদা ব্রিগেড।

মেসিকে এ দিন দলেই রাখেননি লিয়োনেল স্কালোনি। গত ২৭ দিনে ইন্টার মায়ামির হয়ে সাতটি ম্যাচ খেলেছেন কিংবদন্তি। তাই তাঁকে বিশ্রাম দিতে চেয়েছিলেন স্কালোনি। স্কালোনি অবশ্য বেশ কিছু সমস্যা তুলে ধরেছেন। মেসি ছাড়া আর্জেন্টিনার ফিনিশারের অভাব চোখে পড়েছে তাদের খেলায়। সেই জায়গা কী ভাবে মেরামত করা যায়, এখন লক্ষ্য তাঁর।

কিন্তু মেসিকে কেন বিশ্রাম দেওয়া হল? স্কালোনির উত্তর, ‘‘মেসিকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত আমার। ওকে এই ম্যাচে প্রয়োজন ছিল না। আমরা রিজ়ার্ভ বেঞ্চকে দেখে নিতে চেয়েছি। দেখতে চেয়েছি মেসিকে ছাড়া দল কেমন খেলে।’’

স্কালোনি তাঁর পরিকল্পনার কথা আরও তুলে ধরেছেন। তাঁর কথায়, ‘‘আমরা লাউতারো ও হুলিয়ানকে (একাদশে) খেলিয়ে হোসে ম্যানুয়েল লোপেজকে বেঞ্চে রেখেছিলাম। শেষ পর্যন্ত লোপেজ মাঠে নামতে পারেনি, ওকে পরের ম্যাচে খেলানো হবে।’’

স্কালোনি মনে করেন, এই ভাবেই মেসি-নির্ভরতা কাটিয়ে উঠতে পারবে আর্জেন্টিনা। তাঁর কথায়, ‘‘মেসিকে সব ম্যাচ খেলানো সম্ভব নয়। ও টানা ক্লাব ফুটবল খেলছে। ওকে ছাড়াও আমাদের ভাল খেলতে হবে। ভেনেজ়ুয়েলার বিরুদ্ধে সেটাই নিশ্চিত করতে চেয়েছি।’’ যোগ করেন, ‘‘মেসি কিংবদন্তি। ও যে কোনও ম্যাচে নিজের খেলা খেলে দেবে। বাকিদের সঙ্গে ওর বোঝাপড়া খুব ভাল। আমি দেখে নিতে চেয়েছিলাম, মেসিকে ছাড়া আমরা কী রকম খেলি। আমার কাছেছবিটা পরিষ্কার।’’

চার গোল জার্মানির: বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে গ্রুপ ‘এ’-র ম্যাচে লুক্সেমবার্গকে ৪-০ হারিয়েছে জার্মানি। জোড়া গোল করেছেন জোশুয়া খিমিচ। একটি করে গোল করেন সার্জে নাব্রি ও ডেভিড রাউম। বিশ্বকাপ বাছাই পর্বে এটি জার্মানির তৃতীয় ম্যাচে দ্বিতীয় জয়। এর আগে প্রথম ম্যাচে স্লোভাকিয়ার বিরুদ্ধে ০-২ গোলে হেরে শুরু করেছিল জার্মানি। পরের ম্যাচে ৩-১ জিতেছিল উত্তর আয়ারল্যান্ডের বিরুদ্ধে। ‘এ’ গ্রুপে ৩ ম্যাচে ২ জয় ও এক হারে শীর্ষে থাকা জার্মানির পয়েন্ট ছয়।

এরপরও অবশ্য স্বস্তিতে নেই জার্মানি। তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা উত্তর আয়ারল্যান্ড ও স্লোভাকিয়ার পয়েন্টও ছয়। গত রাতে অন্য ম্যাচে স্লোভাকিয়াকে ২-০ গোলে হারায় উত্তর আয়ারল্যান্ড। এই জয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এসেছে উত্তর আয়ারল্যান্ড।ম্যাচ শেষে জার্মানির কোচ ইউলিয়েন নাগেলসমান বলেছেন, ‘‘আমরা আরও এক বা দু’টি গোল করতে পারতাম, তবে এই জয়টা প্রাপ্য ছিল। এটি এমন এক জয়, যা আমরা ভীষণভাবে চেয়েছিলাম।’’

আরও পড়ুন