Lionel Messi

বিশ্বকাপে খেলার ব্যাপারে এখনও সিদ্ধান্ত নেননি মেসি, গ্রুপ দেখে হাঁপ ছেড়ে বেঁচেছেন আর্জেন্টিনার কোচ

আর ছ’মাস পরে শুরু হবে ফুটবল বিশ্বকাপ। লিয়োনেল মেসি এখনও সিদ্ধান্ত নেননি সেই প্রতিযোগিতায় খেলবেন কি না। গ্রুপবিন্যাসে এসে এ কথা জানিয়েছেন কোচ লিয়োনেল স্কালোনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৫ ১৭:৫৬
football

লিয়োনেল মেসি। — ফাইল চিত্র।

আর ছ’মাস পরে শুরু হবে ফুটবল বিশ্বকাপ। তবে লিয়োনেল মেসি এখনও সিদ্ধান্ত নেননি সেই প্রতিযোগিতায় খেলবেন কি না। গ্রুপবিন্যাসে এসে এ কথা জানিয়েছেন কোচ লিয়োনেল স্কালোনি। সহজ গ্রুপ দেখে একটু হলেও নিশ্চিন্ত তিনি।

Advertisement

গ্রুপবিন্যাসের পর হওয়া সাংবাদিক বৈঠকে শুরুতেই মেসিকে নিয়ে প্রশ্ন করা হয়। স্কালোনি বলেন, “এই মুহূর্তে সব কিছুই ঠিকঠাক চলছে। তবে ছ’মাস মানে অনেক সময় বাকি। হাতে এখনও সময় আছে। মেসিই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে। যা-ই সিদ্ধান্ত নিক আমরা ওর পাশে থাকব। আশা করি ও সুস্থ থাকবে। নিজের জন্য এবং দেশের জন্য সবচেয়ে ভাল সিদ্ধান্তটাই নেবে।”

গ্রুপবিন্যাসের আগে স্কালোনিই বিশ্বকাপ এনে মঞ্চে রাখেন। ট্রফির হাতে আলতো করে হাত বুলিয়ে দিতে দেখা গিয়েছে তাঁকে। দিনের শেষে নিশ্চিত সহজ গ্রুপ পেয়েও। গ্রুপে আলজেরিয়া, অস্ট্রিয়া এবং জর্ডানের বিরুদ্ধে খেলবে আর্জেন্টিনা।

স্কালোনি বলেছেন, “আরও এক বার বিশ্বকাপের গ্রুপবিন্যাসে থাকতে পেরে ভাল লাগছে। আগের বারের তুলনায় এ বার বেশ কিছুটা নিশ্চিন্ত। সূচির পর আমরা হিসাবনিকাশ শুরু করে দেব। এখন আমরা ভাল খেলছি ঠিকই। তবে কোনও ট্রফি জিতেছি এটা মাথায় রেখে নামব না। আগের বারের মতোই একটা লড়াকু দল চাই। সকলে যাতে সুস্থ ভাবে বিশ্বকাপে নামে সেটাই আমার চিন্তা।”

গ্রুপ শীর্ষে থাকলে ফাইনালের আগে স্পেনের বিরুদ্ধে খেলতে হবে না আর্জেন্টিনাকে। এড়ানো যাবে শক্তিশালী দলগুলিকেও। তবে স্কালোনির কথায়, “বিশ্বকাপ জিততে গেলে সেরা দলগুলোর বিরুদ্ধে খেলতে হবে। র‌্যাঙ্কিংয়ে শুধু প্রথম চারে থাকা দল নিয়ে ভাবলে চলবে না।”

বিশ্বকাপের আগে আর্জেন্টিনাকে ‘ফাইনালিসিমা’ খেলতে হবে, যেখানে তারা মুখোমুখি হবে ইউরোজয়ী স্পেনের। এই ম্যাচ নিয়ে একটু বিরক্ত স্কালোনি। বলেছেন, “অনেক আগে এই ম্যাচ খেলা যেত। আমি স্পেনের কোচের সঙ্গে গিয়ে একটু আগেই কথা বললাম। ও আমার বন্ধু। ও জানাল, কবে ম্যাচ হবে সেটা ও-ও জানে না।”

Advertisement
আরও পড়ুন