Lionel Messi’s India Tour

যুবভারতী কাণ্ডের ঝক্কি সামলে বিকেলে হায়দরাবাদে পৌঁছোলেন মেসি, কড়া নিরাপত্তায় ৫৩ মিনিট ধরে চলবে আটটি অনুষ্ঠান

কলকাতার বিশৃঙ্খল পরিস্থিতি সামলে লিয়োনেল মেসি পৌঁছে গেলেন হায়দরাবাদ। সেখানকার রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে মোট আটটি অনুষ্ঠান রয়েছে তাঁর।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৫ ১৭:৩১
Lionel Messi reaches Hyderabad after Yuva Bharati Krirangan fiasco at Kolkata

হায়দরাবাদে পৌঁছোলেন মেসিরা। ছবি: সংগৃহীত।

কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনের বিশৃঙ্খলায় মাঠ ছাড়তে বাধ্য হয়েছিলেন লিয়োনেল মেসি। কলকাতা থেকে দুপুরের বিমানে রওনা হয়ে বিকেলে হায়দরাবাদ পৌঁছে গেলেন তিনি। সেখানে ৫৩ মিনিটে মোট আটটি অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।

Advertisement

দেখে নেওয়া যাক হায়দরাবাদে রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে কী কী অনুষ্ঠান রয়েছে।

রাত ৮:০৭ মাঠে মেসি

রাত ৮:১১ মেসির সঙ্গে মাঠে যাবেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। সেখানে দু’জন বল ড্রিবল করবেন।

রাত ৮.১৫: ‘গোট কাপ’-এ খেলা দুই দলের সঙ্গে গ্রুপ ছবি।

রাত ৮.৩৩: বিশেষ পেনাল্টি শুটআউট।

রাত ৮.৩৮: মাঠ প্রদক্ষিণ।

রাত ৮.৫১: আয়োজকদের সঙ্গে ছবি তোলা।

রাত ৮.৫৩: বিজয়ীর হাতে ‘গোট কাপ’ তুলে দেবেন।

রাত ৮.৫৪: সংবর্ধনা

রাত ৯টা: মাঠ ছাড়বেন মেসি।

কলকাতায় যুবভারতী ক্রীড়াঙ্গনের ঘটনা থেকে শিক্ষা নিয়ে সতর্ক হায়দরাবাদ পুলিশ। লিয়োনেল মেসি হায়দরাবাদ পৌঁছোনোর আগেই সংবাদমাধ্যমকে নিরাপত্তা বৃদ্ধির কথা জানিয়ে দিয়েছিলেন হায়দরাবাদ পুলিশের ডিজি শিবধর রেড্ডি।

মেসির কলকাতা সফরে দর্শক বিক্ষোভের বিষয়টি জানার পরই বৈঠকে বসেন হায়দরাবাদ পুলিশের পদস্থ কর্তারা। সেই বৈঠকের পর শিবধর বলেছেন, ‘‘কলকাতার অনুষ্ঠানের ত্রুটি-বিচ্যুতি পর্যালোচনা করা হয়েছে। হায়দরাবাদে মেসির নিরাপত্তার জন্য বহুস্তরীয় কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পুলিশ এবং অন্য নিরাপত্তা সংস্থাগুলো নিরাপদ এবং শান্তিপূর্ণ ভাবে মেসির সফর নিশ্চিত করবে। আমরা সতর্ক রয়েছি।’’ নির্দিষ্ট অনুমতিপত্র ভাল করে খতিয়ে না দেখে কাউকে মেসির ধারেকাছে যেতে দেওয়া হবে না।

স্টেডিয়ামের অনুষ্ঠান শেষ করে রাত ৯টা নাগাদ মেসি যাবেন ফলকনামা প্যালেসে। সেখানে বাছাই করা খ্যাতনামীদের সঙ্গে সাক্ষাৎ করবেন। মুখ্যমন্ত্রী রেবন্ত ছাড়াও তেলুগু সিনেমার প্রথম সারির তারকাদের অনুষ্ঠানে থাকার কথা। সেখানেই নৈশভোজ সারবেন মেসি। রাতে থাকবেন হায়দরাবাদেই। রবিবার মুম্বই এবং সোমবার দিল্লি যাওয়ার কথা রয়েছে মেসির।

Advertisement
আরও পড়ুন