MLS

জোড়া গোল মেসির, মেজর লিগে বড় ব্যবধানে জয় মায়ামির

জাতীয় দলের ম্যাচ থেকে বিশ্রাম পেলেও দলের খেলা থেকে ছাড় পেলেন না লিয়োনেল মেসি। মাঠে নেমে ইন্টার মায়ামিকে বড় ব্যবধানে জয় এনেদিলেন মেজর লিগ সকারের ম্যাচে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২৫ ১৪:০০
picture of Lionel Messi

লিয়োনেল মেসি। ছবি: এক্স।

মায়ামির হার্ড রক স্টেডিয়ামে জাতীয় দলের জয় উপভোগ করার পরের দিন জোড়া গোল করলেন লিয়োনেল মেসি। আর্জেন্টিনার হয়ে নয়, মেজর লিগ সকারের ম্যাচে লিয়ো জেতালেন ইন্টার মায়ামিকে। আটলান্টা ইউনাইটেডের বিরুদ্ধে মায়ামি জিতল ৪-০ ব্যবধানে।

Advertisement

শুক্রবারের ম্যাচে মেসিকে বিশ্রাম দেওয়ার কথা বলেছিলেন আর্জেন্টির কোচ লিয়োনেল স্কালোনি। তবে সে পথে হাঁটেননি মায়ামি কোচ হ্যাভিয়ের মাসচেরানো। নিজে দু’টি গোল করার পাশাপাশি দলের আরও একটি গোলের কারিগর মেসি। শুরু থেকে আগ্রাসী ফুটবল খেললেও মায়ামিকে প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে ৩৯ মিনিট পর্যন্ত। প্রতিপক্ষের বক্সের ডান দিকে বল পেয়ে দুই ডিফেন্ডারকে কাটিয়ে দলকে এগিয়ে দেন মেসি। প্রথমার্ধে আর গোল করতে পারেননি মাসচেরানোর ফুটবলারেরা।

বিরতির পর দলের ব্যবধান বাড়াতেও মুখ্য ভূমিকা নিয়েছেন মেসি। ৫২ মিনিটে আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়কের সাজিয়ে দেওয়া বল ধরে গোল করতে ভুল করেননি জর্দি আলবা। দ্বিতীয়ার্ধে মায়ামি আক্রমণের তীব্রতা আরও বাড়ায়। ফলে লড়াই থেকে ক্রমশ হারিয়ে যেতে শুরু করে আটলান্টা। ৬১ মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া শটে মায়ামিকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন লুই সুয়ারেজ। ৮৭ মিনিটে দলের পক্ষে চতুর্থ গোলটি করে জয় নিশ্চিত করেন মেসি। এই গোলের ক্ষেত্রে এসএম টেন আবার সহায়তা পান আলবার।

মেজর লিগ সকারে মায়ামির বাকি রইল একটি ম্যাচ। আগামী ১৯ অক্টোবরের সেই ম্যাচে প্রতিপক্ষ ন্যাশভিল।

Advertisement
আরও পড়ুন