EPL

ইপিএলে জয় লিভারপুল, ম্যান ইউয়ের

চেলসির বিরুদ্ধে ২-১ গোলে জিতল রুবেন আমোরিমের দল। ম্যাচের ৫ মিনিটেই ব্রায়ান এমবুমোকে আটকাতে গিয়ে লাল কার্ড দেখেন চেলসির গোলকিপার রবার্ট স্যাঞ্চেজ়। ফলে ১০ জনে হয়ে যায় চেলসি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫ ০৭:৪৯
পাঁচ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করল লিভারপুল।

পাঁচ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করল লিভারপুল। —প্রতীকী চিত্র।

ইপিএলে দুরন্ত ভাবে শুরু করল লিভারপুল। শনিবার এভার্টনকে ২-১ হারিয়ে পাঁচ ম্যাচে পাঁচটি জয় আর্নে স্লটের দলের। প্রথমার্ধে রায়ান গ্রাফেনবার্খ ও হুগো একিটিকের গোলে এগিয়ে গিয়েছিল লিভারপুল। দ্বিতীয়ার্ধে ইদ্রিসা গায়াই ব্যবধান কমালে চাপে পড়ে যান মহম্মদ সালাহরা। শেষ পর্যন্ত জিতে পাঁচ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করল লিভারপুল।

নাটকীয় ম্যাচে জয়ে ফিরল ম্যাঞ্চেস্টার ইউনাইটেডও। চেলসির বিরুদ্ধে ২-১ গোলে জিতল রুবেন আমোরিমের দল। ম্যাচের ৫ মিনিটেই ব্রায়ান এমবুমোকে আটকাতে গিয়ে লাল কার্ড দেখেন চেলসির গোলকিপার রবার্ট স্যাঞ্চেজ়। ফলে ১০ জনে হয়ে যায় চেলসি। তার সুযোগ নিয়ে ১৪ মিনিটে ব্রুনো ফের্নন্ডেজ গোল করে ১-০ এগিয়ে দেন ম্যান ইউকে।

৩৭ মিনিটে ব্যবধান বাড়ান কাসেমিরো। কিছুক্ষণ পরে লালকার্ড (দ্বিতীয় হলুদ কার্ড) দেখেন কাসেমিরো। ৮০ মিনিটে ব্যবধান কমান ট্র্যাভো শালোবা। তাতেও অবশ্য ম্যান ইউয়ের জয় আটকায়নি।

আরও পড়ুন