ইপিএলে পরপর ছয় ম্যাচে জয়ের ধারা বজায় রাখল ম্যান সিটি। ছবি: রয়টার্স।
ইপিএলে নটিংহ্যাম ফরেস্টকে শনিবার ২-১ গোলে হারিয়েছে ম্যাঞ্চেস্টার সিটি। আর্সেনাল ২-১ হারিয়েছে ব্রাইটনকে। ৮৩ মিনিটে জয়সূচক গোল করে ম্যান সিটির জয় নিশ্চিত করেন ফ্রান্সের রায়ান শেরকি।
সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা আট ম্যাচ জিতলেন আর্লিং হালান্ডরা। ইপিএলেও পরপর ছয় ম্যাচে জয়ের ধারা বজায় রাখল ম্যান সিটি। ৪৮ মিনিটে শেরকির পাস থেকে তিজ্জানি রেইনডার্স এগিয়ে দেন ম্যান সিটিকে। ছয় মিনিট পরে সমতা ফেরান ওমরি হাচিনসন। ২-১ করেন শেরকি।
এ দিকে শনিবার জিতে ১৮ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে ইপিএলের শীর্ষে চলে গেল আর্সেনাল। লিভারপুলও ২-১ জিতেছে উলভসের বিরুদ্ধে। ব্রেন্টফোর্ড ৪-১ হারিয়েছে বোর্নমুথকে।