মানোলো মার্কেজ়। —ফাইল চিত্র।
জাতীয় ফুটবল দলের কোচের দায়িত্ব ছাড়লেও ভারত ছাড়ছেন না মানোলো মার্কেজ়। এফসি গোয়ার কোচ হিসাবে কাজ চালিয়ে যাবেন স্প্যানিশ কোচ। এফসি গোয়া কর্তৃপক্ষ সমাজমাধ্যমে জানিয়েছেন, ২০২৫-২৬ মরসুমেও দলের প্রধান কোচ থাকছেন মার্কেজ়।
২০২৪ সালের জুন মাসে ভারতীয় দলের দায়িত্ব নিয়েছিলেন মার্কেজ়। তাঁর অধীনে ভারতীয় দল আটটা ম্যাচ খেলেছে। তার মধ্যে এক মাত্র জয়, গত মার্চে মলদ্বীপের বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচে ৩-০ ব্যবধানে। ভারতীয় দলের পাশাপাশি গোয়ার দায়িত্বও সামলেছেন মার্কেজ়। তাঁর অনুরোধেই অবসর ভেঙে আন্তর্জাতিক ফুটবলে ফিরেছেন সুনীল ছেত্রী।
এফসি গোয়া সরকারি ভাবে ঘোষণা করার আগেই মার্কেজ় অবশ্য কাজ শুরু করে দিয়েছেন। দলকে প্রাক্ মরসুম অনুশীলন করাচ্ছেন। তাঁর প্রথম লক্ষ্য ডুরান্ড কাপ। ভারতীয় দলের কোচ হিসাবে সাফল্য না পেলেও আইএসএলে তাঁর পারফরম্যান্স খারাপ নয়। তাই গোয়া কর্তৃপক্ষ আরও এক মরসুমের জন্য ৫৬ বছরের স্প্যানিশ কোচের উপরই আস্থা রাখলেন।